Ajker Patrika

কোপায় ব্রাজিলের হারে নয়, ব্যক্তিগত কারণে বিষপান করেছিলেন যুবক

প্রতিনিধি, রামু (কক্সবাজার) 
আপডেট : ১১ জুলাই ২০২১, ১৬: ৩৮
কোপায় ব্রাজিলের হারে নয়, ব্যক্তিগত কারণে বিষপান করেছিলেন যুবক

কক্সবাজার জেলার রামুতে ব্রাজিল দলের একজন সমর্থক বিষপান করেছেন। আজ রোববার সকালে এ ঘটনা ঘটে। প্রথমে ধারণা করা হয়েছিল কোপায় ব্রাজিলের হারের কারণেই তিনি বিষপান করেছেন। কিন্তু প্রাথমিক চিকিৎসার পর জ্ঞান ফিরলে তিনি জানান, ব্রাজিলের হারের জন্য নয়, ব্যক্তিগত কারণে তিনি বিষ পান করেছেন। 

রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নের উত্তর চাকমারকুল গ্রামের আমির হোসেনের ছেলে মো. কামাল (২০) বিষপান করেন। আজ সকালে কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিল আর্জেন্টিনার কাছে পরাজিত হওয়ার পরপর এ ঘটনা ঘটে। এতে স্থানীয়দের মধ্যে এই ধারণা জন্মে যে, তিনি ব্রাজিলের পরাজয়ের কারণেই বিষপান করেছেন। 

স্থানীয় কয়েকজন বাসিন্দা কামালকে উদ্ধার করে প্রথমে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। রামু হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। 

রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ডা. এফাজুল হক আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিষপানকারী ওই যুবককে হাসপাতালে আনা হলে প্রাথমিকভাবে তাঁর পাকস্থলীতে যাতে বিষক্রিয়া ছড়িয়ে না যায়, সেই ব্যবস্থা করা হয়েছে। 

শুরুতে ধারণা করা হয়েছিল, ব্রাজিলের পরাজয়ের কারণেই দলটির সমর্থক কামাল বিষপান করেছেন। কামালকে হাসপাতালে নিয়ে আসা তাৎক্ষণিক নাম না জানা কয়েকজন যুবক হাসপাতালের ইমার্জেন্সি'র দায়িত্বে থাকা রুমেল বড়ুয়া'কে বলেছিলেন, ‘কামাল ব্রাজিলের কট্টর সমর্থক। আজ সকালে সে গোপনে বিষপান করে। হঠাৎ আমরা তাঁকে ছটফট করতে দেখে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে আসি।’

রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর জ্ঞান ফেরে কামালের। পরে তিনি জানান, কোপার ফাইনালে আর্জেন্টিনার কাছে ব্রাজিলের পরাজয়ের কারণে নয়, ব্যক্তিগত কারণে তিনি বিষপান করেছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত