জুমের পর আমন কাটার ধুম
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে জুমের পর এবার আমন কাটার ধুম পড়েছে। পাহাড়ের ঝিরি, খাল ও নদীর তীর ছাড়াও ছোট ছোট বিলে ধান কাটছেন নারী-পুরুষেরা। এবার উপজেলায় সাড়ে ৩ হাজার হেক্টর জমিতে আমনের চাষাবাদ হয়েছে বলে জানিয়েছে উপজেলা কৃষি অধিদপ্তর।