Ajker Patrika

নাইক্ষ্যংছড়িতে বিদ্যুতের সাব-স্টেশন চালু

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি  
আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১৪: ৪০
নাইক্ষ্যংছড়িতে বিদ্যুতের সাব-স্টেশন চালু

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ৩৩ কেভি বিদ্যুৎলাইনের সাব-স্টেশন চালু হয়েছে। গত শুক্রবার বিকেলে রামু-নাইক্ষ্যংছড়িতে পরীক্ষামূলকভাবে চালু করা হয়। সাব-স্টেশনটি নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরের বিছামারা এলাকায় অবস্থিত। এতে ব্যয় হয়েছে প্রায় ৪ কোটি টাকা।

উপজেলার একাদিক বাসিন্দা জানান, ১ বছর ধরে নাইক্ষ্যংছড়ি, কচ্ছপিয়া ও গর্জনিয়াসহ আশপাশের এলাকায় বিদ্যুতের ভোল্টেজ সমস্যা ও লোডশেডিং ছিল। রামু বিদ্যুৎ অফিস জানান, নানা জটিলতার কারণে এত দিন এই অঞ্চলের মানুষ কষ্টে ছিলেন। এখন তা কেটে গেছে। প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের আওতায় এ সাব-স্টেশনটি চালু হয়েছে। এতে লাখো পাহাড়ি-বাঙালির দীর্ঘ দিনের কষ্ট লাগব হবে।

কক্সবাজার বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুল কাদের গনি বলেন, নাইক্ষ্যংছড়ির সাব-স্টেশনের এক পাশে ৩৩ কেভি, অপর পাশে ১১ কেভির বিদ্যুৎ এর লাইন স্থাপিত আছে। আগে রামু থেকে ভায়া হয়ে নাইক্ষ্যংছড়ি ও রামুর গজর্নিয়া এলাকা বিতরণ করা হতো।

তিন পার্বত্য জেলা বিদ্যুৎ উন্নয়ন প্রকল্পের পরিচালক প্রকৌশলী উজ্জ্বল বড়ুয়া বলেন, ৪ কোটি টাকা ব্যয়ে সাব-স্টেশনটি শুক্রবার বাদজুমা পরীক্ষামূলক ভাবে চালু করা হয়েছে। প্রথম কয়েক দিন সামান্য সমস্যা দেখা দিলেও কদিন পর সব ঠিক হয়ে যাবে।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন তিন পার্বত্য জেলা বিদ্যুৎ উন্নয়ন প্রকল্পের নির্বাহী প্রকৌশলী

মো. সাইফুর রহমান, চট্টগ্রামের-৩ এর এনার্জি এডিটিং ইউনিটের নির্বাহী প্রকৌশলী কামরুল আহসান, কেন্দ্রীয় মেরামত কারখানা তত্ত্বাবধায়ক প্রকৌশলী হারুনর রশিদ, ঢাকার সিস্টেম প্রোটেকশনের নির্বাহী প্রকৌশলী মো. জান্নাতুন নাঈম, ঢাকা ডিজাইন ও নকশা-২ উপবিভাগীয় প্রকৌশলী রুহিন আফরোজ।

রামু বিদ্যুৎ অফিসের আবাসিক প্রকৌশলী এম এম মঈনুল ইসলাম বলেন, এত দিন তিন কারণে এ অঞ্চলে বিদ্যুৎ সরবরাহে সমস্যা হচ্ছিল। তবে ৩৩ কেভি লাইনের বিদ্যুৎ চালু, চাকঢালা বিদ্যুৎ লাইনে সংস্কার ও গর্জনিয়া মাঝিরকাটা গ্রামে বিদ্যুতায়নের কাজ পূর্ব ঘোষণা মতো সমাধান হয়েছে।

রামু বিদ্যুৎ অফিসের উপসহকারী প্রকৌশলী বিদ্যুৎ হোসেন বলেন, তিনি এ ব্লকের (ফিডার) দায়িত্বে আছেন। এ ব্লকে বিদ্যুতের গ্রাহক প্রায় ৩ হাজার। এখন সমস্যা আর নেই। গ্রাহকেরা এখন থেকে নিয়মিত সেবা পাবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত