নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে জুমের পর এবার আমন কাটার ধুম পড়েছে। পাহাড়ের ঝিরি, খাল ও নদীর তীর ছাড়াও ছোট ছোট বিলে ধান কাটছেন নারী-পুরুষেরা। এবার উপজেলায় সাড়ে ৩ হাজার হেক্টর জমিতে আমনের চাষাবাদ হয়েছে বলে জানিয়েছে উপজেলা কৃষি অধিদপ্তর।
গত সোমবার বিকেলে সোনাইছড়ির এলাকায় ধান কাটায় ব্যস্ত মিমি চাকমা বলেন, নারী হলেও তাঁরা ঘরে বসে থাকেন না। ধান কাটা, জুমচাষ, নবান্ন উৎসবের পিঠাপুলি বানানোসহ সব কাজ তারা করে থাকেন।
উপজেলার ৫ ইউনিয়নের শত শত নারী-পুরুষ ধান কাটাসহ সব কাজ একসঙ্গে করছেন। কয়েকদিন ধরে পাহাড়ি-বাঙালি পাড়ায় এখন নতুন ধানের উৎসব শুরু হয়েছে।
তুলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাস্টার ইদ্রিস জানান, সীমান্ত উপজেলা নাইক্ষ্যংছড়িতে আমন কাটার ধুম পড়েছে। পাহাড়ি নারীরাও নেমেছে ধান খেতে। কেউ ধান কাটছেন, কেউবা খোলায় ধান মাড়াই করছেন।
স্কুল শিক্ষক ইদ্রিস জানান, ষড়ঋতুর মধ্যে চতুর্থ ঋতু হেমন্ত কার্তিক ও অগ্রহায়ণ মাস নিয়ে গঠিত। এ ঋতুতেই হয় নবান্ন উৎসব। পাহাড়িরা এটি ঘটা করে পালন করেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ ইনামুল হক বলেন, এবার নাইক্ষ্যংছড়িতে ৩ হাজার ৪৪১ হেক্টর হেক্টর জমিতে আমনের চাষাবাদ হয়েছে। মাঠজুড়ে সোনালি ধানের ছড়াছড়ি। দিগন্ত জোড়া মাঠ সেজেছে হলুদ-সবুজ রঙে। বিলের কোথাও ধান কাটা শুরু হয়েছে, কোথাও আবার ধান কাটার প্রস্তুতি নিচ্ছেন কৃষক। সপ্তাহ ব্যবধানে পুরোদমে ধান কাটা শুরু হবে। এবারও বাম্পার ফলনের প্রত্যাশা করছেন তিনি।
কৃষি কর্মকর্তা ইনামুল হক বলেন জানান, গত বছর সরকারি খাদ্য গুদামে প্রতি কেজি ধান ২৬ টাকা হারে বিক্রি করেছিলেন কৃষকেরা। এবার এখনো সিদ্ধান্ত হয়নি। তবে কৃষকেরা ভালো দামে ধান বিক্রি করতে পারবেন বলে তিনি আশা করেন।
কৃষক চাইহ্লা মং মারমা, মোহাগ তঞ্চঙ্গ্যা, ও আমির আলী সহ অনেকই জানান, তারা ধানের ন্যায্য মূল্য চান শুধু।
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে জুমের পর এবার আমন কাটার ধুম পড়েছে। পাহাড়ের ঝিরি, খাল ও নদীর তীর ছাড়াও ছোট ছোট বিলে ধান কাটছেন নারী-পুরুষেরা। এবার উপজেলায় সাড়ে ৩ হাজার হেক্টর জমিতে আমনের চাষাবাদ হয়েছে বলে জানিয়েছে উপজেলা কৃষি অধিদপ্তর।
গত সোমবার বিকেলে সোনাইছড়ির এলাকায় ধান কাটায় ব্যস্ত মিমি চাকমা বলেন, নারী হলেও তাঁরা ঘরে বসে থাকেন না। ধান কাটা, জুমচাষ, নবান্ন উৎসবের পিঠাপুলি বানানোসহ সব কাজ তারা করে থাকেন।
উপজেলার ৫ ইউনিয়নের শত শত নারী-পুরুষ ধান কাটাসহ সব কাজ একসঙ্গে করছেন। কয়েকদিন ধরে পাহাড়ি-বাঙালি পাড়ায় এখন নতুন ধানের উৎসব শুরু হয়েছে।
তুলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাস্টার ইদ্রিস জানান, সীমান্ত উপজেলা নাইক্ষ্যংছড়িতে আমন কাটার ধুম পড়েছে। পাহাড়ি নারীরাও নেমেছে ধান খেতে। কেউ ধান কাটছেন, কেউবা খোলায় ধান মাড়াই করছেন।
স্কুল শিক্ষক ইদ্রিস জানান, ষড়ঋতুর মধ্যে চতুর্থ ঋতু হেমন্ত কার্তিক ও অগ্রহায়ণ মাস নিয়ে গঠিত। এ ঋতুতেই হয় নবান্ন উৎসব। পাহাড়িরা এটি ঘটা করে পালন করেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ ইনামুল হক বলেন, এবার নাইক্ষ্যংছড়িতে ৩ হাজার ৪৪১ হেক্টর হেক্টর জমিতে আমনের চাষাবাদ হয়েছে। মাঠজুড়ে সোনালি ধানের ছড়াছড়ি। দিগন্ত জোড়া মাঠ সেজেছে হলুদ-সবুজ রঙে। বিলের কোথাও ধান কাটা শুরু হয়েছে, কোথাও আবার ধান কাটার প্রস্তুতি নিচ্ছেন কৃষক। সপ্তাহ ব্যবধানে পুরোদমে ধান কাটা শুরু হবে। এবারও বাম্পার ফলনের প্রত্যাশা করছেন তিনি।
কৃষি কর্মকর্তা ইনামুল হক বলেন জানান, গত বছর সরকারি খাদ্য গুদামে প্রতি কেজি ধান ২৬ টাকা হারে বিক্রি করেছিলেন কৃষকেরা। এবার এখনো সিদ্ধান্ত হয়নি। তবে কৃষকেরা ভালো দামে ধান বিক্রি করতে পারবেন বলে তিনি আশা করেন।
কৃষক চাইহ্লা মং মারমা, মোহাগ তঞ্চঙ্গ্যা, ও আমির আলী সহ অনেকই জানান, তারা ধানের ন্যায্য মূল্য চান শুধু।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫