অ্যাম্বুলেন্সে বাবার লাশ, টাকার দ্বন্দ্বে সন্তানেরা
বাবার মৃত্যুর পর সন্তানেরা শোকাহত থাকবেন। পরম যত্নে বাবাকে দাফন করবেন। তাঁর জন্য দোয়া করবেন। একজন বাবা তাঁর সন্তানদের কাছে এতটুকুই তো আশা করেন। কিন্তু চট্টগ্রামের কর্ণফুলীতে মনির আহমদ (৬৫) নামের এক ব্যক্তির মৃত্যুর পর ছেলেমেয়েদের শোক প্রকাশ তো দূরে থাক, ‘সময়মতো’ দাফনও পাননি।