কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
কারও অপকর্মের দায় তিনি নেবেন না, সেই সঙ্গে দলের নেতা–কর্মীর খারাপ কাজের দায় দলও নেবেনা বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।
আজ শুক্রবার দুপুরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নে দুধকুমড়া মরহুম রাহাত উল্লাহ জামে মসজিদে নামাজ শেষে স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ের সময় এসব কথা বলেন তিনি।
ভূমিমন্ত্রী বলেছেন, ‘কারও অপকর্মের দায়ভার আমি নেবো না, দলের নেতা কর্মীও যদি খারাপ কাজে জড়িত থাকে তার দায়িত্ব দল কখনো নেবে না। কেউ অপকর্মে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা।’
নিজেদের মধ্যে পরিবর্তনের আনতে হবে জানিয়ে ভূমিমন্ত্রী বলেন, ‘মানুষের সঙ্গে ভালো আচরণ করুন। দেশ উন্নত হচ্ছে, একই সঙ্গে আনোয়ারার সার্বিক উন্নয়ন হচ্ছে, আমাদের মাঝেও পরিবর্তন আনতে হবে। আমার কাছে অন্যায়কারীদের আশ্রয় নেই।’
মন্ত্রী সাইফুজ্জান আরও বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এই ধারাবাহিকতায় আনোয়ারা-কর্ণফুলীসহ পারকিতে হচ্ছে উন্নয়ন কর্মকাণ্ড। পারকিতে দেশ বিদেশের বহু পর্যটক আসবে। তাদের নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের পাশাপাশি স্থানীয়দের দায়িত্বও রয়েছে।’
এ সময় উপস্থিত ছিলেন—উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম. এ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মুমিন, বারশত ইউনিয়নের চেয়ারম্যান এম. এ কাইয়ূম শাহ্, নোয়াব আলী, আমিন শরীফ, ভূমিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী সচিব ইমরান হোসেন বাবু, আওয়ামী লীগ নেতা ফজলুল করিম চৌধুরী বাবুল, হাফেজ আবুল হাসান কাশেম, ইউপি সদস্য মো. তৌহিদুল আলম, ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তাহের।
কারও অপকর্মের দায় তিনি নেবেন না, সেই সঙ্গে দলের নেতা–কর্মীর খারাপ কাজের দায় দলও নেবেনা বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।
আজ শুক্রবার দুপুরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নে দুধকুমড়া মরহুম রাহাত উল্লাহ জামে মসজিদে নামাজ শেষে স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ের সময় এসব কথা বলেন তিনি।
ভূমিমন্ত্রী বলেছেন, ‘কারও অপকর্মের দায়ভার আমি নেবো না, দলের নেতা কর্মীও যদি খারাপ কাজে জড়িত থাকে তার দায়িত্ব দল কখনো নেবে না। কেউ অপকর্মে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা।’
নিজেদের মধ্যে পরিবর্তনের আনতে হবে জানিয়ে ভূমিমন্ত্রী বলেন, ‘মানুষের সঙ্গে ভালো আচরণ করুন। দেশ উন্নত হচ্ছে, একই সঙ্গে আনোয়ারার সার্বিক উন্নয়ন হচ্ছে, আমাদের মাঝেও পরিবর্তন আনতে হবে। আমার কাছে অন্যায়কারীদের আশ্রয় নেই।’
মন্ত্রী সাইফুজ্জান আরও বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এই ধারাবাহিকতায় আনোয়ারা-কর্ণফুলীসহ পারকিতে হচ্ছে উন্নয়ন কর্মকাণ্ড। পারকিতে দেশ বিদেশের বহু পর্যটক আসবে। তাদের নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের পাশাপাশি স্থানীয়দের দায়িত্বও রয়েছে।’
এ সময় উপস্থিত ছিলেন—উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম. এ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মুমিন, বারশত ইউনিয়নের চেয়ারম্যান এম. এ কাইয়ূম শাহ্, নোয়াব আলী, আমিন শরীফ, ভূমিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী সচিব ইমরান হোসেন বাবু, আওয়ামী লীগ নেতা ফজলুল করিম চৌধুরী বাবুল, হাফেজ আবুল হাসান কাশেম, ইউপি সদস্য মো. তৌহিদুল আলম, ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তাহের।
মৌলভীবাজারের সৌন্দর্য বাড়িয়েছে নদী আর ছড়া। এ জেলায় রয়েছে কয়েক শ ছড়া। কিন্তু সিলিকা বালু লুটের কারণে এসব ছড়া শ্রীহীন হয়ে পড়ছে। বিপন্ন হচ্ছে পরিবেশ। এখানকার অর্ধশতাধিক ছড়া থেকে রাতের আঁধারে একটি মহল বালু উত্তোলন করে বিক্রি করছে বলে অভিযোগ পাওয়া গেছে; কিন্তু তা ঠেকানোর দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই। প্রশাস
১ ঘণ্টা আগেসন্ত্রাসী কার্যকলাপের জন্য চাঁপাইনবাবগঞ্জের এক বিএনপি নেতা আগ্নেয়াস্ত্র সরবরাহ করেছেন বলে অভিযোগ উঠেছে। এ-সংক্রান্ত তিনজনের একটি ফোনকল রেকর্ড ছড়িয়ে পড়েছে। এ ফোনকল রেকর্ড নিয়ে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে।
১ ঘণ্টা আগেটাঙ্গাইলের মির্জাপুরে বছরে জমির নামজারি বা খারিজ হয় ৭ হাজারের অধিক। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বা এসি ল্যান্ড কার্যালয়ের এলআর (লোকাল রিলেশনস) ফান্ডের নামে নেওয়া হয় ২ হাজার টাকা। সেই সঙ্গে পৌর ও ইউনিয়ন ভূমি অফিসগুলোর কন্টিনজেন্সি বিলের (খাতা, কলমসহ আনুষঙ্গিক খরচ) জন্য বরাদ্দ আসে বছরে সাড়ে ৩ থেকে ৫
২ ঘণ্টা আগেকৃষি ব্যাংকের খুলনার পূর্ব রূপসা শাখা থেকে লকার ভেঙে কয়েক লাখ টাকা নিয়ে গেছে সংঘবদ্ধ চোরেরা। শুক্রবার রাতে বিষয়টি ধরা পড়ে। বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার রাত সাড়ে ১০টার মধ্যে কোনো এক সময়ে এ চুরির ঘটনা ঘটতে পারে বলে পুলিশের ধারণা। ব্যাংক এবং আশপাশের ভিডিও ফুটেজ সংগ্রহ করে চোরদের শনাক্ত করার চেষ্টা
৩ ঘণ্টা আগে