Ajker Patrika

কারও অপকর্মের দায়ভার নেব না: ভূমিমন্ত্রী

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২৭ জানুয়ারি ২০২৩, ১৭: ৪৬
কারও অপকর্মের দায়ভার নেব না: ভূমিমন্ত্রী

কারও অপকর্মের দায় তিনি নেবেন না, সেই সঙ্গে দলের নেতা–কর্মীর খারাপ কাজের দায় দলও নেবেনা বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। 

আজ শুক্রবার দুপুরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নে দুধকুমড়া মরহুম রাহাত উল্লাহ জামে মসজিদে নামাজ শেষে স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ের সময় এসব কথা বলেন তিনি। 

ভূমিমন্ত্রী বলেছেন, ‘কারও অপকর্মের দায়ভার আমি নেবো না, দলের নেতা কর্মীও যদি খারাপ কাজে জড়িত থাকে তার দায়িত্ব দল কখনো নেবে না। কেউ অপকর্মে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা।’ 

নিজেদের মধ্যে পরিবর্তনের আনতে হবে জানিয়ে ভূমিমন্ত্রী বলেন, ‘মানুষের সঙ্গে ভালো আচরণ করুন। দেশ উন্নত হচ্ছে, একই সঙ্গে আনোয়ারার সার্বিক উন্নয়ন হচ্ছে, আমাদের মাঝেও পরিবর্তন আনতে হবে। আমার কাছে অন্যায়কারীদের আশ্রয় নেই।’ 

মন্ত্রী সাইফুজ্জান আরও বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এই ধারাবাহিকতায় আনোয়ারা-কর্ণফুলীসহ পারকিতে হচ্ছে উন্নয়ন কর্মকাণ্ড। পারকিতে দেশ বিদেশের বহু পর্যটক আসবে। তাদের নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের পাশাপাশি স্থানীয়দের দায়িত্বও রয়েছে।’ 
 
এ সময় উপস্থিত ছিলেন—উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম. এ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মুমিন, বারশত ইউনিয়নের চেয়ারম্যান এম. এ কাইয়ূম শাহ্, নোয়াব আলী, আমিন শরীফ, ভূমিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী সচিব ইমরান হোসেন বাবু, আওয়ামী লীগ নেতা ফজলুল করিম চৌধুরী বাবুল, হাফেজ আবুল হাসান কাশেম, ইউপি সদস্য মো. তৌহিদুল আলম, ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তাহের। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত