Ajker Patrika

আনোয়ারায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
আনোয়ারায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় মো. আরিফ (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭। গতকাল শুক্রবার (৩০ ডিসেম্বর) উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ সরকার হাট এলাকায় বিশেষ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার বাসিন্দা। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার।

এ নিয়ে মো. নুরুল আবছার বলেন, ‘ভিকটিম সাতকানিয়ার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণিতে পড়ুয়া ছাত্রী। সে প্রতিদিনের মতো গত ১৭ ডিসেম্বর প্রাইভেট পড়ার জন্য স্কুলে যায়। পড়া শেষে স্কুল থেকে ফেরার পথে মো. আরিফ একা পেয়ে জোর করে ধরে তাকে বিদ্যালয়ের টয়লেটের পেছনে একটি পরিত্যক্ত স্থানে নিয়ে যায় এবং মুখ চেপে ধরে ধর্ষণ করে।’

মো. নুরুল আবছার আরও বলেন, ‘এর পর আরিফ এই স্কুলছাত্রীকে বাড়ি চলে যেতে বলে এবং ঘটনাটি কাউকে না বলার জন্য ভয়ভীতি প্রদর্শন করে। বাড়িতে যাওয়ার পর সে অসুস্থ হয়ে পড়ে। এরপর জানতে চাইলে মাকে পুরো ঘটনা জানায় সে। শারীরিক অবস্থা খারাপ দেখে মা-বাবা তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সে সেখানেই চিকিৎসাধীন রয়েছে।’

এ ঘটনায় ওই স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে মো. আরিফকে আসামি করে গত ২০ ডিসেম্বর সাতকানিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলা হওয়ার পর আরিফকে গ্রেপ্তারের জন্য ছায়াতদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করে র‍্যাব।

এরই ধারাবাহিকতায় আনোয়ারা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মো. আরিফকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র‍্যাব। এরপর আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাঁকে সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুলিশের তিন পদে অতিরিক্ত: তিনজনে একজন বাড়তি

ট্রেনের কেবিনের বালিশ, চাদর, কম্বলের ভাড়া দ্বিগুণ করার চিন্তা

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

ডোপ টেস্টে পজিটিভ, চবিতে শিক্ষকতা থেকে বাদ দুই প্রার্থী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত