সংকট-শঙ্কায় আমনের ভালো ফলনে স্বস্তি
অনাবৃষ্টি, সার-কীটনাশকের মূল্যবৃদ্ধি, ডিজেলের চড়া দাম ও শ্রমিক-সংকট কাটিয়ে আমনের ভালো ফলন হয়েছে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায়। আবহাওয়া অনুকূলে থাকায় নিরাপদে ধান ঘরে তুলছেন চাষিরা। অধিকাংশ জমিরই ধান কাটা প্রায় শেষ। এখন কষ্টের ফসল ঘরে তোলা বাকি।