Ajker Patrika

৪০০ বছরের পুরোনো স্থাপনা

সাখাওয়াত হোসেন হৃদয়, পাকুন্দিয়া
৪০০ বছরের পুরোনো স্থাপনা

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় অবস্থিত প্রাচীন স্থাপত্যের অনন্য নিদর্শন শাহ্ মাহমুদের মসজিদ ও বালাখানা। এখনো এটি কালের সাক্ষী হয়ে আছে। এক সভ্যতার ইতিহাস-ঐতিহ্য আরেকটি সভ্যতার কাছে তুলে ধরছে স্থাপনা। ইতিহাস-ঐতিহ্য আর গবেষণার জন্য এ স্থাপত্য অনেক গুরুত্ব বহন করে চলছে। প্রাচীন স্থাপত্যশৈলীর অনন্য নিদর্শন কয়েক শ বছরের এ মসজিদ। এর সৌন্দর্য উপভোগ করতে দর্শনার্থীসহ গবেষকেরা প্রায়ই এখানে আসেন।

উপজেলা প্রশাসন ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, মুসলিম স্থাপত্যশিল্পের এক উজ্জ্বল নিদর্শন শাহ্ মাহমুদ মসজিদ ও অপূর্ব সুন্দর বালাখানা। ১৬০০ খ্রিস্টাব্দের দিকে এ মসজিদ নির্মিত হয়। ১১৪৫ বঙ্গাব্দের ২৩ মাঘ তারিখে মসজিদের ব্যয় নির্বাহের জন্য জঙ্গলবাড়ি থেকে দেওয়া ওয়াক্ফ জমি এক কানি সাড়ে সাত গন্ডা জমির দলিল রয়েছে। বর্গাকৃতির এ মসজিদের প্রতিটি বাহু ৩২ ফুট। চার কোনায় চারটি বুরুজ রয়েছে। রয়েছে একটি বিশাল গম্বুজ। এ ছাড়া দুপাশে দুটি সরু মিনার রয়েছে।

ভেতরের পশ্চিমের দেয়ালে রয়েছে তিনটি মেহরাব। বালাখানা-শাহ মাহমুদ মসজিদের প্রবেশদ্বারটি ঠিক দুই চালা ঘরের আকৃতি, যা বালাখানা নামে পরিচিতি। এ বালাখানার মাঝখান দিয়ে প্রবেশ করে মসজিদের মূল ইমারতে যেতে হয়। শাহ্ মাহমুদ এ মসজিদ ও বালাখানাটি নির্মাণ করেছিলেন বলে মসজিদটির নামকরণ করা হয় ‘শাহ্ মাহমুদ মসজিদ’।

সরেজমিনে দেখা গেছে, এ মসজিদ অত্যন্ত মনোরম পরিবেশে অবস্থিত। কোলাহলমুক্ত এর চারপাশ। সামনের বিশাল পুকুর থেকে লোকজন অজু করে মসজিদে প্রবেশ করছে, কেউবা আবার শখের বশে নিজেকে সেলফিবন্দী করছেন। অপূর্ব সুন্দর এ মসজিদ দেখে যে কারও মন তৃপ্ত হবে।

হিরণ মিয়া নামের এক দর্শনার্থী বলেন, ‘লোকমুখে এ পুরোনো মসজিদের কথা শুনেছি। আজ দেখতে এলাম। খুবই চমৎকার লাগছে। এটি আমাদের ইতিহাস-ঐতিহ্য। দেখে মন ভরে গেল।

পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোজলিন শহীদ চৌধুরী বলেন, ‘মসজিদটির ইতিহাস উপজেলা প্রশাসনের নিজস্ব ওয়েবসাইটে লিপিবদ্ধ করা আছে। পর্যটক ও দর্শনার্থীদের উদ্বুদ্ধ করতে উপজেলার প্রবেশমুখে বিলবোর্ডের মাধ্যমে এসব স্থাপত্যের চিত্র তুলে ধরা হয়েছে।

এ বিষয়ে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ঢাকার আঞ্চলিক পরিচালক রাখী রায় বলেন, ‘বিভাগ থেকে প্রাচীন এসব স্থাপত্যশৈলীর সার্বক্ষণিক খোঁজখবর রাখা হয়। আমাদের পরিদর্শক দল নিয়মিত এসব স্থাপত্য পরিদর্শন করে। প্রাচীন এ মসজিদের অবয়ব যাতে নষ্ট না হয়, সে বিষয়টি খেয়াল রাখা হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত