Ajker Patrika

কিশোরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় প্রতিবন্ধী নিহত

কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় প্রতিবন্ধী নিহত

কিশোরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় ফরিদ বেগ (৩৮) নামে এক প্রতিবন্ধী ব্যক্তি নিহত হয়েছেন। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জ-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের জামতলা মাস্টারবাড়ির সামনে এ ঘটনা ঘটে।

নিহত ফরিদ বেগ সদর উপজেলার গাইটাল ইংলিশ রোড এলাকার বশির বেগের ছেলে। 

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো আজ বেলা সাড়ে ১১টার দিকে ফরিদ তাঁর বাবার ইটের ভাটায় যাচ্ছিলেন। এ সময় কিশোরগঞ্জ-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের জামতলা মাস্টারবাড়ির সামনে সড়ক পার হতে গেলে দ্রুতগতির একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন ফরিদ। পরে তাঁকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাঁর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক ফরিদকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে রেফার্ড করেন।

পরবর্তীতে বিকেল ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তবে, ঘটনার পরপরই ঘাতক মোটরসাইকেলের চালক পালিয়ে যান। 

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পরপরই ঘাতক মোটরসাইকেলের চালক পালিয়ে গেছেন। তাই তাঁকে আটক করা সম্ভব হয়নি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিখোঁজ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের লাশ মিলল মেঘনায়, শোকাহত আজকের পত্রিকা

‘সামনে চমকপ্রদ বেশ কিছু ঘটনা ঘটবে, অনেক বিষয় আমি জানি’

কিশোরগঞ্জে যুবদলের দুই পক্ষের সংঘর্ষ-গুলি, নিহত ১

‘মব’ সৃষ্টি করে ৩ কিশোরকে সেতুর সঙ্গে বেঁধে রাতভর পিটুনি, নিহত ১

সনদ জালিয়াতি: ব্যাংকের চাকরি যাওয়া জাহাঙ্গীরের স্কুল সভাপতির পদও গেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত