চুলার লাল মাটির চেয়েও নরম খোয়া সড়কে
‘এই সড়ক নিয়ে অনেক আশা ছিল আমাদের। কিন্তু সড়ক নির্মাণকাজে যেই খোয়া দেওয়া হয়েছে তা চুলার লাল মাটির থেকেও নরম। পায়ের গোড়ালির আঘাতেই গুঁড়ো হয়ে যাচ্ছে। এ শুধু খোয়া ভেঙে যাওয়া নয়, আমাদের স্বপ্নও ভেঙে যাচ্ছে এসব অনিয়ম আর দুর্নীতিতে।’