তীব্র স্রোতে নদীতে বিলীন বসতবাড়ি
প্রবল বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সালদা নদীর পানির স্রোতে গতকাল শনিবার সকালে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় তিনটি বাড়ি নদীতে বিলীন হয়ে গেছে। আরও কয়েকটি বাড়ি ভেঙে যাওয়ার পথে। অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে স্থানীয় লোকজনকে। ক্ষতিগ্রস্তদের প্রশাসনের পক্ষ থেকে আর্থিক অনুদান দেওয়া হয়েছে।