খেলার ছলে পেটে ছিটকিনি, বের হলো অস্ত্রোপচারে
দুই বছরের হাবিবকে বিছানায় রেখে ঘরের বাইরে যান তার মা। এ সময় জানালা ধরে খেলা করছিল সে। ছিটকিনি খুলে আসে তার হাতে। না বুঝে এটি গিলে ফেলে হাবিব। শুরু হয় পেটে যন্ত্রণা। পরিবারের লোকজন কিছু বুঝে উঠতে পারছিল না। দুদিন হাবিবকে পর্যবেক্ষণে রেখে অস্ত্রোপচারের মাধ্যমে খাদ্যনালী থেকে চিকিৎসকেরা বের করেন সেই ছি