‘এইবার বান আইলে নদীতে ভাসা ছাড়া উপায় নাই’
‘খবরে হোনলাম বড় একটা বান (ঝড়) আইতে আছে। বানের কথা হোনলে চোহে মোহে আর ঘুম থাহে না। বাড়ির কূলে বেড়িবাঁধ ভাঙা। ৩২ বছরের জীবনে ৩০ বার দোকান ও ঘর বাড়ি সরাইছি। সরকার ওপদ্যা (বেড়িবাঁধ) দেয় আর ভাইঙ্গা যায়। এইবার বান (বন্যা) আইলে কোম্মে যামু আল্লাহ যানে, নদীতে ভাসা ছাড়া আর উপায় নাই।’