Ajker Patrika

গাছ না কেটেই সড়ক পাকাকরণ

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি
গাছ না কেটেই সড়ক পাকাকরণ

পটুয়াখালীর মির্জাগঞ্জে সড়কের মধ্যে গাছ রেখেই পাকাকরণের অভিযোগ পাওয়া গেছে। পটুয়াখালী-বেতাগী আরএইচডি সড়কের পূর্ব আন্দুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনেই রয়েছে গাছটি। 

এদিকে বিষয়টি নিয়ে এলাকাবাসি ও গাড়ি চালকদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। 

এলাকাবাসির অভিযোগ, গাছটি পূর্ব আন্দুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিজস্ব জমিতে সড়কের ওপর পড়েছে। জমির সীমানা অনুসারে গাছটি বিদ্যালয় কর্তৃপক্ষের। সড়কটি পাকাকরনের সময় তাঁরা প্রধান শিক্ষক তপন চন্দ্র সাহাকে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে কাছটি কাটার অনুরোধ জানান। বিষয়টি প্রধান শিক্ষক গুরুত্বের সঙ্গে দেখেননি। এতে গাছটি সড়কের ওপরে রয়ে গেছে। 

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, আইআরডিপিপিবি প্রকল্পের কাঠাঁলতলী জিসি পটুয়াখালী-বেতাগী আরএইচডি সাড়ে চার কিলোমিটার সড়কটি নির্মাণ করা হয়। কাজের দায়িত্ব পায় পটুয়াখালী ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স পল্লী স্টোর। এর প্রাক্কলিত চুক্তি মূল্যে ৪ কোটি ৫১ লাখ ১৪ হাজার ৬০৬ টাকা। 

ন্থানীয় বাসিন্দা মো. মামুন মাল বলেন, ‘তিন দিক থেকে সড়কের মুখ যেখানে একত্র হয়েছে সড়কের মাঝখানে সেখানেই এই গাছটি রয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষককে একাধিকবার গাছটি কাটার জন্য অনুরোধ করা হয়। তিনি কোনো পদক্ষেপ নেননি।’ 

অটোচালক বশির মিয়া বলেন, সড়কের ওই স্থান দিয়ে দুটো গাড়ি ক্রস করা যায় না। পন্যবাহী ও উঁচু কোনো গাড়ি গাছের নিচ দিয়ে যেতে পারে না। গাছের সঙ্গে লেগে যায়। 

প্রধান শিক্ষক তপন চন্দ্র সাহা বলেন, ‘আমি গাছটি কাটার উদ্যোগ নেয়নি অভিযোগটি সত্য নয়। বিষয়টি নিয়ে তৎকালিন মির্জাগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মনিরুল হক লিটন সিকদারের সঙ্গে আমার আলোচনা হয়। তিনি উপজেলা চেয়ারম্যান ও বনবিভাগের সঙ্গে সমন্বয় করে সিদ্ধান্ত নেবেন।’ 

প্রধান শিক্ষক আরও বলেন, ‘আমি এখানে নতুন যোগদান করেছি। গাছটি বিদ্যালয়ের জমিতে সড়কের ওপর পড়েছে। সরকারি গাছ সিদ্ধান্ত ছাড়াতো কাটা যায় না।’ 
 
এলজিইডির উপজেলা প্রকৌশলী মো. আলমগীর বাদশা বলেন, ‘আমি এখানে কয়েকদিন হয় যোগদান করেছি। বিষয়টি সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত