Ajker Patrika

মির্জাগঞ্জে পানিতে ডুবে চাচাতো ভাইবোনের মৃত্যু

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি
আপডেট : ১৩ মে ২০২৩, ১৮: ২৭
মির্জাগঞ্জে পানিতে ডুবে চাচাতো ভাইবোনের মৃত্যু

মির্জাগঞ্জে খালে ডুবে দুই ভাইবোনের মৃত্যু হয়েছে। আজ শনিবার বেলা ১টার দিকে উপজেলার দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামে আশ্রাফ গ্রিনপার্ক এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত দুই শিশু হলো ওই এলাকার সুবির চন্দ্র মিস্ত্রির ছেলে সুদিপ্ত চন্দ্র মিস্ত্রি (৯) এবং সুবির চন্দ্রের ভাই রাখাল চন্দ্র মিস্ত্রির মেয়ে শ্রীমতি বৃষ্টি রানী (৮)। দুই শিশু সম্পর্কে চাচাতো ভাইবোন। তারা আমড়াগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় ও প্রথম শ্রেণির শিক্ষার্থী।

ওই এলাকার ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. সোহরাব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরে দুই শিশু পরিবারের অগোচরে তাদের বাড়ির পাশে খেলা করতে যায়। তারা দুজনেই সাঁতার কাটতে জানত না। পরিবারের লোকজন দুই শিশুকে বাড়িতে না দেখে অনেক খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে বাড়ির পাশে মঙ্গলের খালে দুজনকে পানিতে ভাসতে দেখেন পরিবারের লোকজন। পরে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন। 

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, খেলা করতে গিয়ে খালের পানিতে ডুবে সুদিপ্ত ও বৃষ্টি রানী নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত