পিরোজপুরে লালন হত্যা: ‘জড়িতদের রক্ষা করতে’ পুলিশ বাদী হয়ে মামলা
পিরোজপুর-১ আসনের স্বতন্ত্রপ্রার্থী এ কে এম এ আউয়ালের কর্মী লালন ফকিরকে (২৮) হত্যার ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছেন। তবে নিহতের বাবা অভিযোগ করেছেন, ঘটনার সঙ্গে জড়িতদের রক্ষা করতেই তাঁকে সুযোগ না দিয়ে পুলিশ বাদী হয়ে মামলা করেছেন। তবে অভিযোগটি অস্বীকার করেছে পুলিশ।