আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উত্তপ্ত চুয়েট ক্যাম্পাস, ক্লাস বর্জনের সিদ্ধান্ত
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ক্যাম্পাসে। আজ সোমবার সকালেও বিপুলসংখ্যক রাম দা, লাঠিসোঁটা, ইট-পাটকেল আর দেশীয় অস্ত্র নিয়ে দুই গ্রুপ নিজ নিজ নিয়ন্ত্রিত এলাকায় আক্রমণাত্মক অবস্থায় টহলে রয়েছে।