আজকের পত্রিকা ডেস্ক
শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির জন্য আলোচনা করতে পাকিস্তানি প্রতিনিধিরা আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় গতকাল শুক্রবার এ কথা জানিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
মার্কিন যুক্তরাষ্ট্র গত মাসে বিশ্বজুড়ে বিভিন্ন দেশের ওপর শুল্ক ঘোষণা করে। যদিও পরে শুল্কের বেশির ভাগ অংশই কিছুদিনের জন্য স্থগিত করে বেজলাইন ১০ শতাংশ শুল্ক সবার জন্যই নির্ধারণ করা হয়। তবে এই শুল্ক কার্যকর হলে পাকিস্তানি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের আরোপ করা শুল্ক হতে পারে ২৯ শতাংশ। এর ফলে বিশ্বের বৃহত্তম অর্থনীতির সঙ্গে পাকিস্তানের ৩ বিলিয়ন ডলার বাণিজ্য উদ্বৃত্ত হ্রাস পেতে পারে।
পাকিস্তানের অর্থ মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে অর্থমন্ত্রী মুহাম্মদ আওরঙ্গজেব এবং মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারের মধ্যে ফোনে কথা বলার মাধ্যমে পারস্পরিক শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়েছে। তবে মন্ত্রণালয় সফরের বিষয়ে কোনো অবস্থান জানায়নি।
মার্কিন প্রেসিডেন্টের রাষ্ট্রীয় বিমান এয়ারফোর্স ওয়ান থেকে নামার পর যৌথ বিমানঘাঁটি অ্যান্ড্রুজে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘পাকিস্তানের প্রতিনিধিরা আগামী সপ্তাহে আসছেন।’ মার্কিন প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, ‘আপনারা জানেন, আমরা ভারতের সঙ্গে একটি চুক্তির খুব কাছাকাছি আছি।’
এ সময় তিনি ভারত-পাকিস্তানের মধ্যকার সংঘাতকে ইঙ্গিত করে বলেন, ‘এবং তারা যদি একে অপরের সঙ্গে যুদ্ধ করে, তবে আমি তাদের সঙ্গে কোনো চুক্তি করতে আগ্রহী হব না। আমি এটাই চেয়েছিলাম এবং আমি তাদের জানিয়ে দিয়েছিলাম।’
এদিকে, যুক্তরাষ্ট্র ভারতের পণ্যের ওপরও ২৬ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিল। রয়টার্স গত সপ্তাহে জানিয়েছে, ভারত ওয়াশিংটনের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করার সময় মার্কিন সংস্থাগুলোকে ৫০ বিলিয়ন ডলারের বেশি মূল্যের বিনিয়োগ চুক্তির—মূলত ফেডারেল সংস্থাগুলো থেকে—দরপত্র দাখিলের অনুমতি দিতে পারে।
ট্রাম্পের শুল্ক পাকিস্তানের গুরুত্বপূর্ণ পণ্য রপ্তানির ওপর বিধ্বংসী প্রভাব ফেলতে পারে বলে জানিয়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন থিংক ট্যাংক পাকিস্তান ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট ইকোনমিকস। তারা সতর্ক করেছে যে, এই শুল্ক দেশের রপ্তানি খাতের ওপর ‘বিধ্বংসী প্রভাব’ ফেলতে পারে, যার ফলে বছরে ১ দশমিক ১-১ দশমিক ৪ বিলিয়ন ডলার ক্ষতি হতে পারে।
শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির জন্য আলোচনা করতে পাকিস্তানি প্রতিনিধিরা আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় গতকাল শুক্রবার এ কথা জানিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
মার্কিন যুক্তরাষ্ট্র গত মাসে বিশ্বজুড়ে বিভিন্ন দেশের ওপর শুল্ক ঘোষণা করে। যদিও পরে শুল্কের বেশির ভাগ অংশই কিছুদিনের জন্য স্থগিত করে বেজলাইন ১০ শতাংশ শুল্ক সবার জন্যই নির্ধারণ করা হয়। তবে এই শুল্ক কার্যকর হলে পাকিস্তানি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের আরোপ করা শুল্ক হতে পারে ২৯ শতাংশ। এর ফলে বিশ্বের বৃহত্তম অর্থনীতির সঙ্গে পাকিস্তানের ৩ বিলিয়ন ডলার বাণিজ্য উদ্বৃত্ত হ্রাস পেতে পারে।
পাকিস্তানের অর্থ মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে অর্থমন্ত্রী মুহাম্মদ আওরঙ্গজেব এবং মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারের মধ্যে ফোনে কথা বলার মাধ্যমে পারস্পরিক শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়েছে। তবে মন্ত্রণালয় সফরের বিষয়ে কোনো অবস্থান জানায়নি।
মার্কিন প্রেসিডেন্টের রাষ্ট্রীয় বিমান এয়ারফোর্স ওয়ান থেকে নামার পর যৌথ বিমানঘাঁটি অ্যান্ড্রুজে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘পাকিস্তানের প্রতিনিধিরা আগামী সপ্তাহে আসছেন।’ মার্কিন প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, ‘আপনারা জানেন, আমরা ভারতের সঙ্গে একটি চুক্তির খুব কাছাকাছি আছি।’
এ সময় তিনি ভারত-পাকিস্তানের মধ্যকার সংঘাতকে ইঙ্গিত করে বলেন, ‘এবং তারা যদি একে অপরের সঙ্গে যুদ্ধ করে, তবে আমি তাদের সঙ্গে কোনো চুক্তি করতে আগ্রহী হব না। আমি এটাই চেয়েছিলাম এবং আমি তাদের জানিয়ে দিয়েছিলাম।’
এদিকে, যুক্তরাষ্ট্র ভারতের পণ্যের ওপরও ২৬ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিল। রয়টার্স গত সপ্তাহে জানিয়েছে, ভারত ওয়াশিংটনের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করার সময় মার্কিন সংস্থাগুলোকে ৫০ বিলিয়ন ডলারের বেশি মূল্যের বিনিয়োগ চুক্তির—মূলত ফেডারেল সংস্থাগুলো থেকে—দরপত্র দাখিলের অনুমতি দিতে পারে।
ট্রাম্পের শুল্ক পাকিস্তানের গুরুত্বপূর্ণ পণ্য রপ্তানির ওপর বিধ্বংসী প্রভাব ফেলতে পারে বলে জানিয়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন থিংক ট্যাংক পাকিস্তান ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট ইকোনমিকস। তারা সতর্ক করেছে যে, এই শুল্ক দেশের রপ্তানি খাতের ওপর ‘বিধ্বংসী প্রভাব’ ফেলতে পারে, যার ফলে বছরে ১ দশমিক ১-১ দশমিক ৪ বিলিয়ন ডলার ক্ষতি হতে পারে।
রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান অনিল আম্বানির ঘনিষ্ঠ সহযোগী এবং রিলায়েন্স পাওয়ার লিমিটেডের জ্যেষ্ঠ কর্মকর্তা অশোক কুমার পাল গ্রেপ্তার হয়েছেন। ১৭ হাজার কোটি রুপির বেশি ব্যাংকঋণ জালিয়াতি এবং অর্থ পাচারের অভিযোগে আজ শনিবার তাঁকে গ্রেপ্তার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
৭ ঘণ্টা আগেচীনের পণ্য আমদানিতে অতিরিক্ত ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বর্তমানে কার্যকর থাকা ৩০ শতাংশ শুল্কের ওপর এটি যোগ হবে। এর ফলে চীনা পণ্যের ওপর কার্যকর শুল্কের হার প্রায় ১৩০ শতাংশে পৌঁছাতে পারে। আগামী ১ নভেম্বর বা তার আগেই এই নতুন শুল্ক কার্যকর হতে পারে।
৮ ঘণ্টা আগেইরানের ৫০ ব্যক্তি, প্রতিষ্ঠান ও জাহাজের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে বাংলাদেশমুখী একাধিক ইরানি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) চালানের জাহাজও রয়েছে। ওয়াশিংটন জানিয়েছে, তেহরানের জ্বালানি রপ্তানি নেটওয়ার্ক ভেঙে দেওয়া এবং ইরানের সহায়তাপ্রাপ্ত সন্ত্রাসী গোষ্ঠীগুলোর অর্থায়ন...
১৭ ঘণ্টা আগেশতাব্দীপ্রাচীন একটি সামাজিক প্রতিষ্ঠান চট্টগ্রাম সমিতি-ঢাকা। সম্প্রতি ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানটির সুনাম ও ঐতিহ্য নষ্ট করার জন্য পরিকল্পিতভাবে একটি চক্র সমিতির কার্যালয়ে অবৈধভাবে অনুপ্রবেশ করে স্বাভাবিক কার্যক্রমকে মারাত্মকভাবে বাধাগ্রস্ত করছে বলে গুরুতর অভিযোগ পাওয়া গেছে।
১৮ ঘণ্টা আগে