আজকের পত্রিকা ডেস্ক
এতদিন জাপান ছিল বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি। কিন্তু জাপান সেই মর্যাদা হারিয়েছে যুক্তরাষ্ট্রের একটি অঙ্গরাজ্য, ক্যালিফোর্নিয়ার কাছে। এই অঙ্গরাজ্য এখন বিশ্বের চতুর্থ অর্থনীতি।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এবং যুক্তরাষ্ট্রের ব্যুরো অব ইকোনমিক অ্যানালিসিসের তথ্যের বরাত দিয়ে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম জানিয়েছেন, ২০২৪ সালে এই অঙ্গরাজ্যের মোট দেশজ উৎপাদন (জিডিপি) ৪ দশমিক ১ ট্রিলিয়ন (৪১ লাখ কোটি) ডলার ছুঁয়েছে। জাপানের জিডিপি ৪ দশমিক শূন্য ১ ট্রিলিয়ন (৪০ লাখ ১০ হাজার) ডলার। সামগ্রিকভাবে এখন অর্থনীতির আকারে ক্যালিফোর্নিয়ার আগে রয়েছে জার্মানি (তৃতীয়), চীন (দ্বিতীয়) ও যুক্তরাষ্ট্র (প্রথম)।
নতুন এ তথ্য এমন সময় এল, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনসহ বাণিজ্য অংশীদারদের সঙ্গে বাণিজ্যযুদ্ধে নেমেছেন। তাঁর পাল্টা শুল্কারোপের ঘোষণায় এরই মধ্যে যুক্তরাষ্ট্রসহ পুরো বিশ্বের অর্থনীতি টালমাটাল পরিস্থিতিতে পড়েছে।
ক্যালিফোর্নিয়ার গভর্নর ডেমাক্র্যাট নেতা গ্যাভিন নিউসম নিজের অঙ্গরাজ্যের অর্থনীতি বাঁচাতে এরই মধ্যে ট্রাম্পের পাল্টা শুল্কারোপের বিরুদ্ধে আদালতেও গেছেন।
যুক্তরাষ্ট্রের কৃষি ও উৎপাদনের বড় একটি অংশ আসে ক্যালিফোর্নিয়া থেকে। পাশাপাশি এই অঙ্গরাজ্যেই শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সদর দপ্তর অবস্থিত। এ ছাড়া ক্যালিফোর্নিয়া বিশ্বের বিনোদন শিল্পের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত, যুক্তরাষ্ট্রের বড় দুটি সমুদ্রবন্দরও এখানে।
আইএমএফ এবং ব্যুরো অব ইকোনমিক অ্যানালিসিসের তথ্য বলছে, বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতি হলো যুক্তরাষ্ট্র (২৯ দশমিক ১৮ ট্রিলিয়ন ডলার)। এরপরই চীনের অবস্থান, যার অর্থনীতির আকার ১৮ দশমিক ৭৪ ট্রিলিয়ন ডলার। আর তৃতীয় অবস্থানে থাকা জার্মানির অর্থনীতির আকার ৪ দশমিক ৬৫ ট্রিলিয়ন ডলার। সংস্থা দুটির তথ্য বলছে, ক্যালিফোর্নিয়ার আগে থাকা তিন দেশের তুলনায় এই অঙ্গরাজ্যের প্রবৃদ্ধির হার বেশি।
এদিকে জাপানের অর্থনীতি বেশ কয়েক বছর ধরেই চাপে রয়েছে। এর অন্যতম কারণ, ক্রমাগত জনসংখ্যা কমে যাওয়া এবং বয়োবৃদ্ধ জনগোষ্ঠীর আকার বৃদ্ধি। ফলে দেশটিতে কর্মজীবী মানুষের সংখ্যা কমে যাচ্ছে।
এতদিন জাপান ছিল বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি। কিন্তু জাপান সেই মর্যাদা হারিয়েছে যুক্তরাষ্ট্রের একটি অঙ্গরাজ্য, ক্যালিফোর্নিয়ার কাছে। এই অঙ্গরাজ্য এখন বিশ্বের চতুর্থ অর্থনীতি।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এবং যুক্তরাষ্ট্রের ব্যুরো অব ইকোনমিক অ্যানালিসিসের তথ্যের বরাত দিয়ে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম জানিয়েছেন, ২০২৪ সালে এই অঙ্গরাজ্যের মোট দেশজ উৎপাদন (জিডিপি) ৪ দশমিক ১ ট্রিলিয়ন (৪১ লাখ কোটি) ডলার ছুঁয়েছে। জাপানের জিডিপি ৪ দশমিক শূন্য ১ ট্রিলিয়ন (৪০ লাখ ১০ হাজার) ডলার। সামগ্রিকভাবে এখন অর্থনীতির আকারে ক্যালিফোর্নিয়ার আগে রয়েছে জার্মানি (তৃতীয়), চীন (দ্বিতীয়) ও যুক্তরাষ্ট্র (প্রথম)।
নতুন এ তথ্য এমন সময় এল, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনসহ বাণিজ্য অংশীদারদের সঙ্গে বাণিজ্যযুদ্ধে নেমেছেন। তাঁর পাল্টা শুল্কারোপের ঘোষণায় এরই মধ্যে যুক্তরাষ্ট্রসহ পুরো বিশ্বের অর্থনীতি টালমাটাল পরিস্থিতিতে পড়েছে।
ক্যালিফোর্নিয়ার গভর্নর ডেমাক্র্যাট নেতা গ্যাভিন নিউসম নিজের অঙ্গরাজ্যের অর্থনীতি বাঁচাতে এরই মধ্যে ট্রাম্পের পাল্টা শুল্কারোপের বিরুদ্ধে আদালতেও গেছেন।
যুক্তরাষ্ট্রের কৃষি ও উৎপাদনের বড় একটি অংশ আসে ক্যালিফোর্নিয়া থেকে। পাশাপাশি এই অঙ্গরাজ্যেই শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সদর দপ্তর অবস্থিত। এ ছাড়া ক্যালিফোর্নিয়া বিশ্বের বিনোদন শিল্পের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত, যুক্তরাষ্ট্রের বড় দুটি সমুদ্রবন্দরও এখানে।
আইএমএফ এবং ব্যুরো অব ইকোনমিক অ্যানালিসিসের তথ্য বলছে, বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতি হলো যুক্তরাষ্ট্র (২৯ দশমিক ১৮ ট্রিলিয়ন ডলার)। এরপরই চীনের অবস্থান, যার অর্থনীতির আকার ১৮ দশমিক ৭৪ ট্রিলিয়ন ডলার। আর তৃতীয় অবস্থানে থাকা জার্মানির অর্থনীতির আকার ৪ দশমিক ৬৫ ট্রিলিয়ন ডলার। সংস্থা দুটির তথ্য বলছে, ক্যালিফোর্নিয়ার আগে থাকা তিন দেশের তুলনায় এই অঙ্গরাজ্যের প্রবৃদ্ধির হার বেশি।
এদিকে জাপানের অর্থনীতি বেশ কয়েক বছর ধরেই চাপে রয়েছে। এর অন্যতম কারণ, ক্রমাগত জনসংখ্যা কমে যাওয়া এবং বয়োবৃদ্ধ জনগোষ্ঠীর আকার বৃদ্ধি। ফলে দেশটিতে কর্মজীবী মানুষের সংখ্যা কমে যাচ্ছে।
তৃতীয় পক্ষের অ্যাপের মাধ্যমে মোবাইল রিচার্জের ক্ষেত্রে ‘নতুন ধারার জালিয়াতি’ হচ্ছে— এমন অভিযোগ আসার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। গতকাল সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ বিষয়ে একটি পোস্ট দেন তিনি।
২১ মিনিট আগেএবারের ড্রয়ে প্রতি সিরিজে সর্বোচ্চ পুরস্কার হিসেবে থাকছে ৬ লাখ টাকার একটি করে পুরস্কার। দ্বিতীয় পুরস্কার হিসেবে ৩ লাখ ২৫ হাজার টাকার একটি, তৃতীয় পুরস্কার হিসেবে ১ লাখ টাকার দুটি, চতুর্থ পুরস্কার হিসেবে ৫০ হাজার টাকার দুটি এবং পঞ্চম পুরস্কার হিসেবে ১০ হাজার টাকার মোট ৪০টি পুরস্কার দেওয়া হবে।
৪০ মিনিট আগেমোট দেশজ উৎপাদনের (জিডিপি) আকারের ভিত্তিতে এ হিসাব করা হয়েছে। বাংলাদেশের জিডিপির আকার এখন ৪৫০ দশমিক ৫ বিলিয়ন ডলার বা ৪৫ হাজার ৫০ কোটি ডলার। এটি ২০২৪ সালের হিসাবের ভিত্তিতে করা। জাপানকে এই তালিকায় রাখা হলে বাংলাদেশের অবস্থান অবশ্য একধাপ নিচে নেমে আসবে।
২ ঘণ্টা আগেবাংলাদেশের হালাল পণ্য রপ্তানির ক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা হতে চলেছে। পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক সময়ের আলোচিত সমঝোতা স্মারক (এমওইউ) চুক্তি দুই দেশের মধ্যে হালাল পণ্য আমদানি-রপ্তানি সহজ করবে এবং বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আয়ের নতুন সুযোগ সৃষ্টি করবে।
৫ ঘণ্টা আগে