Ajker Patrika

সাতক্ষীরা থেকে যশোরে মাইক্রোবাসে যাবেন ইউএস-বাংলা এয়ারলাইনসের যাত্রীরা

সাতক্ষীরা প্রতিনিধি
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২২, ১৭: ৫২
সাতক্ষীরা থেকে যশোরে মাইক্রোবাসে যাবেন ইউএস-বাংলা এয়ারলাইনসের যাত্রীরা

সাতক্ষীরা থেকে যশোর বিমানবন্দরে যাওয়ার জন্য অত্যাধুনিক মাইক্রোবাস চালু করেছে ইউএস-বাংলা এয়ারলাইনস কর্তৃপক্ষ। আগামীকাল সোমবার থেকে ইউএস-বাংলা এয়ারলাইনসের যাত্রীরা এই পরিবহনসেবা পাবেন। একইভাবে ঢাকা থেকে ফিরে আসা যাত্রীরাও যশোর থেকে মাইক্রোবাসে সাতক্ষীরায় পৌঁছাতে পারবেন। এই যাত্রীসেবার মাধ্যমে দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হলো বিমানের যাত্রীদের। 

আজ রোববার দুপুর সাড়ে ১২টায় সাতক্ষীরা প্রেসক্লাবে আব্দুল মোতালেব মিলনায়তনে এ উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় সাংবাদিকদের কাছে সাতক্ষীরাবাসীর জন্য ইউএস-বাংলা এয়ারলাইনসের যাত্রীসেবার বিষয়ে অবহিত করেন প্রতিষ্ঠানটির খুলনা বিভাগীয় ব্যবস্থাপক সুজন আহমেদ। 

ঢাকা পোস্টের সাতক্ষীরা প্রতিনিধি আকরামুল ইসলামের পরিচালনায় মতবিনিময়কালে বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহম্মেদ বাপ্পী, সহসভাপতি হাবিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল, সাতক্ষীরার অল সিজন ট্রাভেল সাপোর্টের পরিচালক শেখ এজাজ আহমেদ স্বপন। 

সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহম্মেদ বাপ্পী বলেন, সাতক্ষীরার বহু মানুষ ইউএস-বাংলা এয়ারলাইনসের মাধ্যমে ঢাকাসহ সারা দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করেন। তবে এত দিন ভোগান্তি পোহাতে হয়েছে। যশোর থেকে টিকিট কাটার পর সাতক্ষীরা থেকে বিকল্প মাধ্যমে যশোর এয়ারপোর্টে পৌঁছাতে হতো। তবে ইউএস বাংলা গ্রুপের মাইক্রোবাসযোগে যাত্রীদের সাতক্ষীরা থেকে যশোরে নিয়ে যাওয়া হবে, দুর্ভোগও দূর হবে। এটি খুব আনন্দের সংবাদ। আশা করি সাতক্ষীরার মানুষ এর সুফল পাবেন। 

উল্লেখ্য, আগামীকাল সোমবার থেকে প্রতিদিন সকাল সাড়ে ৭টায় সাতক্ষীরার ভারতীয় ভিসা অফিস ইটাগাছা থেকে মাইক্রোবাস ছেড়ে যাবে ১০টার ফ্লাইটের উদ্দেশ্যে। সন্ধ্যা ৭টার ফ্লাইট ধরার জন্য একই স্থান থেকে বিকেল সোয়া ৪টার দিকে যশোরের উদ্দেশে মাইক্রোবাসটি রওনা হবে। এ ছাড়া ঢাকা থেকে যেসব যাত্রী ফিরবেন, তাঁরাও একইভাবে মাইক্রোবাসযোগে সাতক্ষীরায় ফিরতে পারবেন। প্রত্যেক যাত্রীর ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩৫০ টাকা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

ধানমন্ডি ৩২ নম্বরে শিবির নেতা, ছাত্রলীগ সন্দেহে মারধর করল ছাত্রদল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত