Ajker Patrika

রবি ও গার্ডিয়ান লাইফের মধ্যে বিমা চুক্তি স্বাক্ষর

বিজ্ঞপ্তি
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দেশের অন্যতম শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ প্রতিষ্ঠান রবি আজিয়াটা লিমিটেড ও গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের মধ্যে একটি করপোরেট বিমা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় রবি ও এর সহযোগী প্রতিষ্ঠানের ১ হাজার ৪৫০ জনের বেশি কর্মী এবং তাঁদের পরিবারের সদস্যরা গার্ডিয়ান লাইফের বিমা সুবিধা পাবেন।

এই চুক্তির ফলে রবি, রেডডট ডিজিটাল লিমিটেড, অ্যাকজেনটেক পিএলসি এবং আর ভেঞ্চারসের কর্মী ও তাঁদের পরিবারের সদস্যরা গার্ডিয়ান লাইফের গ্রুপ বিমা সুবিধার আওতায় আসবেন। এতে কর্মীদের চিকিৎসা ও জীবনবিমাসংক্রান্ত আর্থিক নিরাপত্তা নিশ্চিত হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গার্ডিয়ান লাইফের ডিরেক্টর সৈয়দ আক্তার হাসান উদ্দিন, এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ও ভারপ্রাপ্ত সিইও শেখ রকিবুল করিম, এফসিএ, রবির চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমেদ, রবির চিফ হিউম্যান রিসোর্স অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মারুফুল আলম চৌধুরী। এ ছাড়া অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

রবি সব সময়ই তাদের কর্মীদের সুরক্ষা ও কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছে। গার্ডিয়ান লাইফের সঙ্গে এই অংশীদারত্বের মাধ্যমে প্রতিষ্ঠানটি কর্মীদের আর্থিক নিরাপত্তা ও সুস্থতা নিশ্চিত করতে এক ধাপ এগিয়ে গেল।

গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের সেবা ও অন্যান্য পলিসি সম্পর্কে আরও বিস্তারিত জানতে তাদের ওয়েবসাইট ভিজিট করার আহ্বান জানানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত