Ajker Patrika

`সিএসআর অ্যাওয়ার্ড' জিতল বাংলালিংক

আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ১১: ২০
`সিএসআর অ্যাওয়ার্ড' জিতল বাংলালিংক

কর্ম জবস বাই গুগলের সঙ্গে ‘কর্মসংস্থানের মাধ্যমে ক্ষমতায়ন’ উদ্যোগের জন্য ফিন্যান্সিয়াল ইনক্লুশন বিভাগে ‘সিএসআর অ্যাওয়ার্ড’ জিতেছে বাংলালিংক। দ্য ডেইলি স্টার এবং সিএসআর উইন্ডো বাংলাদেশ যৌথভাবে এই অ্যাওয়ার্ডটির আয়োজন করেছে। 

উদ্ভাবনী ও বিশ্বমানের করপোরেট সামাজিক দায়িত্ব পালন করার লক্ষ্যে বিভিন্ন সামাজিক উদ্যোগ, প্রকল্প ও সমাজে দীর্ঘস্থায়ী পরিবর্তন আনতে বাস্তবায়িত কর্মসূচির জন্য করপোরেট প্রতিষ্ঠানগুলোকে স্বীকৃতি দিতে এই আয়োজন করা হয়। বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অস প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুরস্কার প্রদান অনুষ্ঠানে অ্যাওয়ার্ডটি গ্রহণ করেন। 

এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স কর্মকর্তা তাইমুর রহমান এবং হেড অফ করপোরেট কমিউনিকেশনস অ্যান্ড সাস্টেইনেবিলিটির আংকিত সুরেকা।

চাকরিপ্রার্থীদের এন্ট্রি লেভেলের চাকরি খুঁজে পেতে সহায়তা করার লক্ষ্যে চাকরি-ম্যাচিং অ্যাপ কর্ম জবসের সঙ্গে পার্টনারশিপ করেছে বাংলালিংক। পার্টনারশিপের অংশ হিসেবে নির্ধারিত বাংলালিংক কাস্টমার কেয়ার সেন্টারে পৃথক কর্ম জবস কিয়স্ক স্থাপন করেছে বাংলালিংক। কিয়স্কগুলিতে কর্ম প্রতিনিধিরা চাকরিপ্রার্থীদের কর্ম জবস অ্যাপ ব্যবহার করে পছন্দসই চাকরি খুঁজে পেতে ও প্রয়োজনীয় বিভিন্ন লার্নিং রিসোর্সে অ্যাকসেস পেতে সহায়তা করবে। 

একই সঙ্গে দেশে তরুণদের কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে বাংলালিংক ও কর্ম জবস যৌথভাবে বিভিন্ন ভার্চুয়াল ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেশন, জব ফেয়ার এবং অন্যান্য কর্মসূচির আয়োজন করে থাকে। এই সিএসআর প্রকল্পের মাধ্যমে তরুণদের ক্ষমতায়নে অনুকরণীয় ভূমিকা পালন করার জন্য পাঁচটি ফাইনালিস্টের মধ্যে থেকে বাংলালিংককে বিজয়ী হিসেবে নির্বাচিত করা হয়।

বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অস বলেন, সামাজিকভাবে দায়িত্বশীল একটি করপোরেট প্রতিষ্ঠান হিসেবে বাংলালিংক যেসব ভূমিকা পালন করছে তার প্রমাণ মর্যাদাপূর্ণ এই পুরস্কার। এই স্বীকৃতির জন্য আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। আমাদের দেশে অনেক প্রতিভাবান তরুণ আছে। বিভিন্ন ডিজিটাল উদ্যোগের মাধ্যমে তাঁদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করার মূল লক্ষ্য নিয়ে আমরা কর্ম জবসের সঙ্গে কাজ করছি। এরই মধ্যে উল্লেখযোগ্য সাফল্য এসেছে এবং আজকের এই স্বীকৃতি দেশের যুবকদের সহায়তা করতে বাংলালিংকের যে প্রচেষ্টা তা বাস্তবায়নে আমাদের আরও অনুপ্রাণিত করবে। 

কর্ম জবসের কো-লিড ও গুগলের নেক্সট বিলিয়ন ইউজারস ইনিশিয়েটিভের ডিরেক্টর অফ অপারেশনস বিকি রাসেল বলেন, বাংলালিংকের সঙ্গে আমাদের অংশীদারত্ব কর্ম জবস অ্যাপটিকে হাজার হাজার চাকরিপ্রার্থীর কাছে দ্রুত পৌঁছাতে এবং চাকরির বিভিন্ন সুযোগ খুঁজে পেতে তাদের সাহায্য করেছে। আরও চাকরিপ্রার্থীকে সহায়তা ও দেশে তরুণদের কর্মসংস্থান বৃদ্ধি করতে বাংলালিংকের সঙ্গে আমাদের যৌথ উদ্যোগ অব্যাহত রাখতে পেরে আমরা আনন্দিত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত