Ajker Patrika

স্কয়ার ফার্মাসিউটিক্যালসের বার্ষিক বিক্রয় ও বিপণন সম্মেলন অনুষ্ঠিত

সম্মেলনে উপস্থিত ছিলেন স্কয়ার গ্রুপের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালকসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। ছবি: বিজ্ঞপ্তি
সম্মেলনে উপস্থিত ছিলেন স্কয়ার গ্রুপের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালকসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। ছবি: বিজ্ঞপ্তি

দেশের শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির ‘বার্ষিক বিক্রয় ও বিপণন সম্মেলন-২০২৪’ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (২৪ জানুয়ারি) কক্সবাজারে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলন ছিল স্কয়ার পরিবারের জন্য একটি বিশেষ আয়োজন, কারণ ২০২৫ সাল প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব স্যামসন এস চৌধুরীর জন্ম শতবার্ষিকী।

স্কয়ার ফার্মাসিউটিক্যালস প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের স্বপ্ন ও দর্শনকে সামনে রেখে কাজ করে চলেছে। তাঁর জন্ম শতবার্ষিকী উদ্‌যাপন স্কয়ার পরিবারের সদস্যদের মধ্যে নতুন অনুপ্রেরণার সূচনা করবে।

১৯৫৮ সালে যাত্রা শুরু করা স্কয়ার ফার্মাসিউটিক্যালস ১৯৮৫ সালে দেশের শীর্ষস্থানীয় কোম্পানিতে পরিণত হয় এবং টানা ৪০ বছর ধরে এই স্থান ধরে রেখেছে।

সম্মেলনে উপস্থিত ছিলেন স্কয়ার গ্রুপের চেয়ারম্যান জনাব স্যামুয়েল এস চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক জনাব তপন চৌধুরী, পরিচালক জনাব এরিক এস চৌধুরী এবং অন্যান্য পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।

স্কয়ার ফার্মাসিউটিক্যালস দেশের বৃহত্তম ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান হিসেবে মানসম্মত ওষুধ সরবরাহে সুনাম অর্জন করেছে। বর্তমানে এটি বহুজাতিক কোম্পানি হিসেবে বিশ্বের ৪০টিরও বেশি দেশে ওষুধ রপ্তানি করছে।

স্কয়ারের এই পথচলা দেশের সুনাম ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে আরও ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত