Ajker Patrika

সোনালী ব্যাংকের নতুন ডিএমডি হলেন নূরুন নবী

বিজ্ঞপ্তি
মো. নূরুন নবী। ছবি: বিজ্ঞপ্তি
মো. নূরুন নবী। ছবি: বিজ্ঞপ্তি

সোনালী ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) বা উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছেন মো. নূরুন নবী। ১০ এপ্রিল অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে এই ব্যাংকের জেনারেল ম্যানেজার (জিএম বা মহাব্যবস্থাপক) থেকে ডিএমডি পদে পদোন্নতি দেওয়া হয়। মো. নূরুন নবী ১৯৯৫ সালে সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দীর্ঘ তিন দশকের কর্মজীবনে তিনি বিভিন্ন শাখার ব্যবস্থাপক ও প্রধান কার্যালয়ের বিভিন্ন ডিভিশনে প্রধান হিসেবে অত্যন্ত দক্ষতা ও সাফল্যের সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি সোনালী ব্যাংক পিএলসির ইন্ডিয়া অপারেশন ও সোনালী ইনভেস্টমেন্ট লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে সফলতা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন।

মো. নূরুন নবী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। তিনি দ্য ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশ থেকে ডিএআইবিবি ডিগ্রি লাভ করেন। তিনি দেশ–বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মশালায় অংশ নেন।

মো. নূরুন নবীর গ্রামের বাড়ি ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের মাস্টারপাড়া গ্রামে। তাঁর বাবা এ বি এম খললিুর রহমান ঠাকুরগাঁও জেলার একজন বিশিষ্ট শিক্ষানুরাগী ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘গোপনে’ দুই অধ্যাদেশের অনুমোদনে টিআইবির নিন্দা, মতামত নিয়ে সংশোধনের দাবি

বিগত সরকারের সমর্থকদের পক্ষে নিতে উঠেপড়ে লেগেছে প্রায় সব দল: ডিআইজি হাবীব

চীনের বেলুন সহ্য হয়নি, এখন যুক্তরাষ্ট্রের মাটিতে কাতারকে বিমানঘাঁটি দিচ্ছেন ট্রাম্প

চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগানের জেরে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৩

ট্রাইব্যুনালের পরোয়ানার পর লাপাত্তা মেজর জেনারেল কবীর, সন্ধানে তৎপরতা জানাল সেনাসদর

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত