Ajker Patrika

বার্জার পেইন্টস আনল নতুন পণ্য ‘বার্জার লাক্সারি সুপার সিল্ক’

বার্জার পেইন্টস আনল নতুন পণ্য ‘বার্জার লাক্সারি সুপার সিল্ক’

দেশের শীর্ষ পেইন্ট সলিউশন ব্র্যান্ড ‘বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড’ বাজারে নিয়ে এনেছে নতুন পণ্য ‘বার্জার লাক্সারি সুপার সিল্ক’। ঘরের দেয়াল রাঙাতে যারা নান্দনিকতা এবং অভিনবত্বকে প্রাধান্য দেন, তাঁদের কথা মাথায় রেখেই বার্জার নিয়ে এসেছে নতুন এই প্রোডাক্ট।

লাক্সারি সুপার সিল্কের অতি মসৃণ এবং গ্লসি ফিনিশ একদিকে যেমন আভিজাত্যের পরিচয় দেয়, আবার একই সঙ্গে পরিশীলিত রুচির প্রকাশ ঘটায়। লাক্সারি ভ্যারিয়েন্টের সব প্রোডাক্ট দুর্দান্ত কালার ক্লারিটি এবং কাভারেজের জন্য অনায়াসেই যেকোনো ঘরের সৌন্দর্য বাড়াতে সক্ষম। একই সঙ্গে ঘরকে দেয় গ্ল্যামারাস লুক, যে লুক জীবনে ইতিবাচক প্রভাব রাখে।

ডায়মন্ড রিফ্লেক্টিভ টেকনোলজি সমৃদ্ধ লাক্সারি সুপার সিল্কের সুপার গ্লসি ফিনিশ যে কারও নজর কাড়তে সক্ষম। এর উন্নত অ্যান্টি-ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি-ভাইরাল বৈশিষ্ট্য ঘরের ভেতরে তৈরি করে স্বাস্থ্যকর পরিবেশ। লাক্সারি সুপার সিল্কের লো-ভিওসি (ভলাটাইল অরগানিক কমপাউন্ডস) বারবার মনে করিয়ে দেয় পরিবেশের সুরক্ষা নিশ্চিত করতে বার্জারের প্রতিশ্রুতির কথা। এ ছাড়া, এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে করে এর সুপিরিয়ন স্টেইন প্রতিরোধ ক্ষমতা ঘরের দেয়ালকে দেয় দাগ থেকে সুরক্ষা, দীর্ঘদিনের জন্য রাখে সজীব এবং উজ্জ্বল।

লাক্সারি সুপার সিল্ক রঙের ক্ষেত্রে দিচ্ছে বিভিন্ন ধরনের মনোমুগ্ধকর সব শেইডস, যা থেকে নিজের পছন্দমতো শেইড বাছাই করতে পারবে গ্রাহকেরা, এবং তাদের নান্দনিকতা এবং রুচিশীলতারই প্রকাশ ঘটাতে পারবে। চিরাচরিত ক্ল্যাসিক হোক কিংবা আধুনিক ডিজাইন, বার্জার লাক্সারি সুপার সিল্কের মাধ্যমে ঘরের দেয়ালকে সাজানো যাবে একদম মনের মতো করে।

লিভিং রুমকে নতুনভাবে সাজাতে, বেডরুমকে সুন্দরভাবে উপস্থাপন করতে কিংবা অফিস স্পেসকে গ্ল্যামারাস লুক দিতে বার্জার লাক্সারি সুপার সিল্ক তাই সবার পছন্দের তালিকায় শীর্ষেই থাকবে বলে আশা প্রকাশ করছেন প্রোডাক্ট সংশ্লিষ্টরা। তারা বিশ্বাস করেন, সাধারণ পরিবেশকে বদলে লাক্সারিয়াস রূপ দিতে বার্জার লাক্সারি সুপার সিল্ক অনবদ্য।

নতুন এই প্রোডাক্ট উন্মোচন প্রসঙ্গে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের প্রধান বিপণন কর্মকর্তা জনাব তানজিন ফেরদৌস আলম বলেন, ‘আমাদের নতুন লাক্সারি সুপার সিল্ক পেইন্ট যেকোনো ঘরের দেয়ালে একটা এলিগেন্ট টাচ আনতে সক্ষম। যারা নিজেদের ঘরকে রাঙাতে নান্দনিকতা এবং অভিনবত্বের মিশেলে সাহসী কোনো উদ্যোগ নিতে ইচ্ছুক, লাক্সারি সুপার সিল্ক তাদের জন্য একদম পারফেক্ট চয়েস বলে আমি মনে করি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘মুসলিম ফ্রন্টগুলোকে ঐক্যবদ্ধ করুন, ইন্টেরিম ভেঙে দিন’

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত