Ajker Patrika

ব্যাংক এশিয়ার ‘এজেন্ট বিজনেস মিট’ অনুষ্ঠিত

ব্যাংক এশিয়ার ‘এজেন্ট বিজনেস মিট’ অনুষ্ঠিত

বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) কুমিল্লায় ব্যাংক এশিয়ার ‘এজেন্ট বিজনেস মিট-২০২৩’ অনুষ্ঠিত হয়েছে। ‘সময়ের সঙ্গে, উন্নয়নের পথে’ প্রতিপাদ্য নিয়ে গত ২৩ সেপ্টেম্বর এই কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

ব্যাংকের বোর্ড নির্বাহী কমিটির চেয়ারম্যান রুমি এ হোসেন অনুষ্ঠানে প্রধান অতিথি এবং বোর্ড রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান অধ্যাপক এম এ বাকি খলীলী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক, ক্যামেলকো ও চ্যানেল ব্যাংকিং প্রধান জিয়াউল হাসানের সভাপতিত্বে আয়োজিত সভায় কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার এজেন্টরা, ব্যাংকের মাঠ-পর্যায়ের কর্মকর্তা ও বিভাগীয় প্রধানেরা উপস্থিত ছিলেন।

সভায় এজেন্ট ব্যবসায় সাফল্যের জন্য ২৬ জন এজেন্ট ও ৭ জন অফিসারকে পুরস্কৃত করা হয়। সভা শেষে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি প্রাঙ্গণে ব্যাংক পরিচালিত ‘ব্যাংক এশিয়ায় ব্যাংকিং, বিশ্বস্ততা সীমাহীন’ শীর্ষক আর্থিক সাক্ষরতা বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত