অনলাইন ডেস্ক
রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠিত ‘বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন ২০২৫ ’-এ দেশের শিল্প খাতে দৃষ্টান্তমূলক অবদানের জন্য ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ ‘এক্সিলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড ২০২৫’ অর্জন করেছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এই মর্যাদাপূর্ণ পুরস্কার আজ বুধবার ওয়ালটনের হাতে তুলে দেয়।
অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী ওয়ালটনের ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলমের হাতে পুরস্কারের ক্রেস্ট তুলে দেন।
অনুষ্ঠানে বলা হয়, ওয়ালটন তাদের ইলেকট্রনিকস ও হাই-টেক শিল্প খাতে ব্যাপক বিনিয়োগের মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এর ফলে লক্ষাধিক মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। পাশাপাশি আমদানি বিকল্প পণ্য উৎপাদন ও রপ্তানিতেও ওয়ালটন নতুন মাইলফলক স্থাপন করেছে।
পুরস্কার গ্রহণের পর ওয়ালটনের ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম বলেন, ওয়ালটন ক্রেতাদের চাহিদা অনুযায়ী প্রযুক্তিগত পরিবর্তনে সর্বদা কাজ করছে। প্রতিষ্ঠানটি চতুর্থ শিল্পবিপ্লবের অটোমেশন প্রযুক্তিতেও বিনিয়োগ করছে। স্থানীয় ও বৈশ্বিক বাজারে ওয়ালটনের পদচারণ বাড়াতে ব্যাপকভাবে কাজ চলছে। পরিবেশ সুরক্ষার প্রতি দায়বদ্ধতা থেকে উৎপাদনপ্রক্রিয়া এবং পণ্যে পরিবেশবান্ধব প্রযুক্তির সংযোজন ঘটানো হচ্ছে।
ওয়ালটনের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, সবুজ ও কার্বনমুক্ত বাংলাদেশ গড়তে সরকারের ভিশনের সঙ্গে প্রতিষ্ঠানটি প্রতিশ্রুতিবদ্ধ। এরই অংশ হিসেবে গাজীপুরে ওয়ালটন হেডকোয়ার্টার্সে সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপন করা হয়েছে। তারা ভবিষ্যতে আরও বড় পরিসরে সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপনের পরিকল্পনা করছে।
রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠিত ‘বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন ২০২৫ ’-এ দেশের শিল্প খাতে দৃষ্টান্তমূলক অবদানের জন্য ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ ‘এক্সিলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড ২০২৫’ অর্জন করেছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এই মর্যাদাপূর্ণ পুরস্কার আজ বুধবার ওয়ালটনের হাতে তুলে দেয়।
অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী ওয়ালটনের ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলমের হাতে পুরস্কারের ক্রেস্ট তুলে দেন।
অনুষ্ঠানে বলা হয়, ওয়ালটন তাদের ইলেকট্রনিকস ও হাই-টেক শিল্প খাতে ব্যাপক বিনিয়োগের মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এর ফলে লক্ষাধিক মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। পাশাপাশি আমদানি বিকল্প পণ্য উৎপাদন ও রপ্তানিতেও ওয়ালটন নতুন মাইলফলক স্থাপন করেছে।
পুরস্কার গ্রহণের পর ওয়ালটনের ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম বলেন, ওয়ালটন ক্রেতাদের চাহিদা অনুযায়ী প্রযুক্তিগত পরিবর্তনে সর্বদা কাজ করছে। প্রতিষ্ঠানটি চতুর্থ শিল্পবিপ্লবের অটোমেশন প্রযুক্তিতেও বিনিয়োগ করছে। স্থানীয় ও বৈশ্বিক বাজারে ওয়ালটনের পদচারণ বাড়াতে ব্যাপকভাবে কাজ চলছে। পরিবেশ সুরক্ষার প্রতি দায়বদ্ধতা থেকে উৎপাদনপ্রক্রিয়া এবং পণ্যে পরিবেশবান্ধব প্রযুক্তির সংযোজন ঘটানো হচ্ছে।
ওয়ালটনের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, সবুজ ও কার্বনমুক্ত বাংলাদেশ গড়তে সরকারের ভিশনের সঙ্গে প্রতিষ্ঠানটি প্রতিশ্রুতিবদ্ধ। এরই অংশ হিসেবে গাজীপুরে ওয়ালটন হেডকোয়ার্টার্সে সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপন করা হয়েছে। তারা ভবিষ্যতে আরও বড় পরিসরে সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপনের পরিকল্পনা করছে।
জনসংখ্যায় ক্ষুদ্র, কিন্তু প্রভাবের বিচারে বিশাল নর্ডিক দেশগুলো যেন এক অর্থনৈতিক বিস্ময়। সুইডেন, ডেনমার্ক, নরওয়ে ও ফিনল্যান্ড—এই চার দেশের জনসংখ্যা ও অর্থনৈতিক আকার যতই ছোট হোক না কেন, এখান থেকেই জন্ম নিয়েছে আইকিয়া, লেগো, স্পটিফাই, নোভো নর্ডিস্ক, নোকিয়া ও কার্লসবার্গের মতো বিশ্বখ্যাত কোম্পানিগুলো।
৫ ঘণ্টা আগেহজ মৌসুমে সম্মানিত হজযাত্রীদের জন্য উন্নত ও নিরবচ্ছিন্ন সেবা প্রদানের লক্ষ্যে আশকোনায় অবস্থিত হজ ক্যাম্পে সেবা বুথ উদ্বোধন করেছে এক্সিম ব্যাংক। ২৮ এপ্রিল হজ ক্যাম্পে এক্সিম ব্যাংকের সেবা বুথে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
৭ ঘণ্টা আগেইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও ওয়েস্টার্ন ইউনিয়নের ‘স্পেশাল ঈদ রেমিট্যান্স ক্যাম্পেইন’ শীর্ষক মাসব্যাপী ক্যাম্পেইন আজ মঙ্গলবার ইসলামী ব্যাংক টাওয়ারে উদ্বোধন করা হয়েছে। ক্যাম্পেইন চলাকালে ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে ইসলামী ব্যাংকে রেমিট্যান্স প্রেরণকারীদের ডিজিটাল ড্রর মাধ্যমে প্রতি সপ্তাহে ৩টি করে
৭ ঘণ্টা আগেএনসিসি ব্যাংকের পরিচালনা পর্ষদের এক সভায় সম্প্রতি আবদুস সালাম (উদ্যোক্তা পরিচালক) সর্বসম্মতিক্রমে ব্যাংকের ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। ইঞ্জিনিয়ার আবদুস সালাম দেশের একজন স্বনামধন্য প্রকৌশলী এবং প্রতিষ্ঠিত ব্যবসায়ী। প্রতিষ্ঠানের খবর, করপোরেট, ব্যাংক, বিজ্ঞপ্তি, এনসিসি ব্যাংক
৭ ঘণ্টা আগে