Ajker Patrika

ফুড লাভারদের জন্য এল ‘কেএফ্সি অ্যাপ’

আপডেট : ৩০ জুলাই ২০২২, ২১: ৫৩
ফুড লাভারদের জন্য এল ‘কেএফ্সি অ্যাপ’

ডিজিটালাইজেশন ও গ্রাহক সেবার এই যুগে গ্লোবাল রেস্তোরাঁ চেইন কেএফ্সি নিয়ে এসেছে ‘কেএফ্সি অ্যাপ’। ‘হাতের নাগালেই ফিঙ্গার লিকিং গুডনেস’—এই স্লোগান নিয়ে যাত্রা শুরু করেছে এই অ্যাপটি। এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা গেছে। 

নতুন এই অ্যাপটি ডাউনলোড করার মাধ্যমে কাস্টমাররা ৫০০ টাকার অর্ডার করলেই পাচ্ছেন ২ পিস হট অ্যান্ড ক্রিস্পি চিকেন ফ্রি। অফারটি সীমিত সময়ের জন্য। অ্যাপটি ডাউনলোড করতে ক্লিক করুন এই লিংকে: কেএফ্সি বাংলাদেশ

অ্যাপ ব্যবহারকারীদের জন্য থাকছে বিভিন্ন কাস্টমাইজড অফার ও আকর্ষণীয় ডিলস। এ ছাড়া মোবাইল ব্যাংকিং, ডেবিট/ক্রেডিট কার্ড কিংবা ক্যাশ অন ডেলিভারিতে পেমেন্ট সম্পন্ন করার মাধ্যমে গ্রাহকেরা তাদের অর্ডারে উপভোগ করতে পারবেন ঝামেলামুক্ত ও দ্রুততম সময়ে অর্ডার সম্পন্ন হওয়ার অভিজ্ঞতা। অর্ডারকৃত হট অ্যান্ড ক্রিস্পি আইটেমসমূহ প্রস্তুতির ও ডেলিভারির কোন পর্যায়ে রয়েছে তা খুব সহজেই গ্রাহকেরা অ্যাপের মাধ্যমে জানতে পারবেন। ‘এক ক্লিকেই রিওর্ডার’—ফিচারটি ব্যবহার করে পছন্দের আইটেমগুলো পুনরায় অর্ডার করা এখন খুবই সহজ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত