সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হলো ‘ওয়ালটন-বিএসজেএ স্পোর্টস কার্নিভ্যাল-২০২৪ ’। গত বৃহস্পতিবার এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। সপ্তাহব্যাপী সাতটি ডিসিপ্লিনে ৫০ জন প্রতিযোগীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এই স্পোর্টস কার্নিভ্যাল।
সমাপনী দিনে বিএসজেএ কার্যালয়ে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় আকর্ষণীয় ট্রফি ও অর্থ পুরস্কার। সর্বোচ্চ চারটি ইভেন্টে চ্যাম্পিয়ন হয়ে ‘দ্য চ্যাম্পিয়ন’ হয়েছেন ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের মোহাম্মদ মাঝহারুল ইসলাম।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন) ও সিনিয়র ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিলটন। উপস্থিত ছিলেন দুই খ্যাতিমান আর্চারি তারকা রোমান সানা ও দিয়া সিদ্দিকী।
অনুষ্ঠানের শুরুতে বিএসজেএয়ের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি অঘোর মণ্ডলের মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর শুভেচ্ছা বক্তব্য দেন টুর্নামেন্ট কমিটির সমন্বয়ক আরিফুর রহমান বাবু।
আরিফুর রহমান বলেন, ‘ওয়ালটন আমাদের এই পথচলার দীর্ঘদিনের সঙ্গী। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর বাংলাদেশ এখন নতুন করে গঠিত হচ্ছে। এমন সময়েও ওয়ালটন আমাদের সঙ্গে আছে। আশা করি ভবিষ্যতেও তারা পাশে থাকবে।’
আর্চারি তারকা রোমান সানা বলেন, ‘সাংবাদিকেরা আমাদের পাশে থাকে। তাদের জন্যই আমরা আলোচিত হয়েছি। তারা আমাদেরকে দেশের কাছে তুলে ধরেছে। আপনাদের এই আয়োজনে আসতে পেরে খুবই ভালো লাগছে।’
আরেক আর্চারি তারকা দিয়া সিদ্দিকী বলেন, ‘আমার সব সময় ইচ্ছে আপনাদের খেলা দেখার। আমরা কঠোর পরিশ্রম করি, কিন্তু আপনারা আমাদের তুলে ধরেন। আপনারা যখন খেলবেন, তখন বুঝতে পারবেন প্রতিটা খেলা কতটা কঠিন। আশা করি ভবিষ্যতেও এমন আয়োজনে থাকতে পারব।’
নিজের বক্তব্যে বিএসজেএর সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের কথা তুলে ধরেন ইকবাল বিন আনোয়ার (ডন) ও রবিউল ইসলাম মিলটন। ভবিষ্যতেও বিএসজেএর পাশে থাকার আশ্বাস দেন তাঁরা।
সমাপনী বক্তব্যে সবাইকে ধন্যবাদ জানান টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক রায়হান আল মুঘনি। তিনি বলেন, ‘টুর্নামেন্টের নামই এখন হয়ে গেছে ওয়ালটন-বিএসজেএ। দুটি প্রতিষ্ঠান এখন এক হয়ে গেছে।’
সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হলো ‘ওয়ালটন-বিএসজেএ স্পোর্টস কার্নিভ্যাল-২০২৪ ’। গত বৃহস্পতিবার এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। সপ্তাহব্যাপী সাতটি ডিসিপ্লিনে ৫০ জন প্রতিযোগীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এই স্পোর্টস কার্নিভ্যাল।
সমাপনী দিনে বিএসজেএ কার্যালয়ে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় আকর্ষণীয় ট্রফি ও অর্থ পুরস্কার। সর্বোচ্চ চারটি ইভেন্টে চ্যাম্পিয়ন হয়ে ‘দ্য চ্যাম্পিয়ন’ হয়েছেন ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের মোহাম্মদ মাঝহারুল ইসলাম।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন) ও সিনিয়র ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিলটন। উপস্থিত ছিলেন দুই খ্যাতিমান আর্চারি তারকা রোমান সানা ও দিয়া সিদ্দিকী।
অনুষ্ঠানের শুরুতে বিএসজেএয়ের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি অঘোর মণ্ডলের মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর শুভেচ্ছা বক্তব্য দেন টুর্নামেন্ট কমিটির সমন্বয়ক আরিফুর রহমান বাবু।
আরিফুর রহমান বলেন, ‘ওয়ালটন আমাদের এই পথচলার দীর্ঘদিনের সঙ্গী। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর বাংলাদেশ এখন নতুন করে গঠিত হচ্ছে। এমন সময়েও ওয়ালটন আমাদের সঙ্গে আছে। আশা করি ভবিষ্যতেও তারা পাশে থাকবে।’
আর্চারি তারকা রোমান সানা বলেন, ‘সাংবাদিকেরা আমাদের পাশে থাকে। তাদের জন্যই আমরা আলোচিত হয়েছি। তারা আমাদেরকে দেশের কাছে তুলে ধরেছে। আপনাদের এই আয়োজনে আসতে পেরে খুবই ভালো লাগছে।’
আরেক আর্চারি তারকা দিয়া সিদ্দিকী বলেন, ‘আমার সব সময় ইচ্ছে আপনাদের খেলা দেখার। আমরা কঠোর পরিশ্রম করি, কিন্তু আপনারা আমাদের তুলে ধরেন। আপনারা যখন খেলবেন, তখন বুঝতে পারবেন প্রতিটা খেলা কতটা কঠিন। আশা করি ভবিষ্যতেও এমন আয়োজনে থাকতে পারব।’
নিজের বক্তব্যে বিএসজেএর সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের কথা তুলে ধরেন ইকবাল বিন আনোয়ার (ডন) ও রবিউল ইসলাম মিলটন। ভবিষ্যতেও বিএসজেএর পাশে থাকার আশ্বাস দেন তাঁরা।
সমাপনী বক্তব্যে সবাইকে ধন্যবাদ জানান টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক রায়হান আল মুঘনি। তিনি বলেন, ‘টুর্নামেন্টের নামই এখন হয়ে গেছে ওয়ালটন-বিএসজেএ। দুটি প্রতিষ্ঠান এখন এক হয়ে গেছে।’
দেশের শীর্ষস্থানীয় নির্মাণসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান বিএসআরএম আয়োজিত স্থাপত্যবিষয়ক সম্মেলন ‘আর্কিটেকচার: হোয়ার টু গো’ রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে। দুই দিনব্যাপী এই সম্মেলনে দেশের খ্যাতনামা স্থপতি, একাডেমিশিয়ান ও উদ্ভাবনী তরুণ প্রজন্ম অংশ নেয়।
৩ ঘণ্টা আগেদেশের ই-কমার্স খাতের সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ২০২৫-২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন স্থগিত করা হয়েছে। ৩১ মে এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। নির্বাচনের ১৭ দিন আগে আজ বুধবার এক বিজ্ঞপ্তিতে নির্বাচন স্থগিতের বিষয়টি জানায় ই-ক্যাবের নির্বাচন বোর্ড।
৫ ঘণ্টা আগেঢাকার এক দম্পতির বিরুদ্ধে গৃহপালিত বিড়ালকে নির্মমভাবে নির্যাতনের অভিযোগ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অভিযুক্ত ব্যক্তিদের কর্মস্থল গ্রামীণফোন ও অ্যারিস্টোফার্মাকে ট্যাগ করে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছেন নেটিজেনরা। ঘটনা প্রসঙ্গে প্রতিষ্ঠান দুটিও নিজ নিজ...
৭ ঘণ্টা আগেআন্তর্জাতিক সংস্থা ব্র্যান্ড ফিন্যান্সের হিসেব অনুযায়ী, ২০২৪ সালে এমিরেটসের ব্র্যান্ড ভ্যালু আগের বছরের তুলনায় ২৭ শতাংশ বেড়ে ৮ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে। এর কারণ হিসেবে সংস্থাটি বিশ্বব্যাপী আকাশভ্রমণকারীদের মধ্যে প্রিমিয়াম অভিজ্ঞতা অর্জনের ক্রমবর্ধমান প্রবণতাকে উল্লেখ করেছে।
৮ ঘণ্টা আগে