Ajker Patrika

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে অত্যাধুনিক ক্যাফেটেরিয়ার উদ্বোধন

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে অত্যাধুনিক ক্যাফেটেরিয়ার উদ্বোধন

শিক্ষার্থীদের মনোরম পরিবেশে খাবার পরিবেশনের জন্য ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে অত্যাধুনিক ক্যাফেটেরিয়ার উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার রাজধানীর আফতাবনগরে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে নবনির্মিত অত্যাধুনিক এই ক্যাফেটেরিয়ার উদ্বোধন করেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহী।

উদ্বোধন অনুষ্ঠানের অংশ নেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন, বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য এইচ এন আশিকুর রহমান এমপি এবং উপাচার্য এম এম শহিদুল হাসান। এ সময় ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের বিভিন্ন সদস্যসহ বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য, কোষাধ্যক্ষ, ডিন, প্রধান প্রকৌশলী, রেজিস্ট্রার এবং বিভিন্ন বিভাগের প্রধানেরা উপস্থিত ছিলেন।

নবনির্মিত এই ক্যাফেটেরিয়াতে এক সঙ্গে প্রায় পাঁচ শ জন খাবার খেতে পারবেন। এখানে দিনে ১০ হাজার মানুষের খাবার রান্না করার ব্যবস্থা রয়েছে। সেই সঙ্গে আধুনিক লাইটিং, কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং স্বয়ংক্রিয় অগ্নি নির্বাপণ ব্যবস্থা রয়েছে। ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রত্যাশা নতুন ক্যাফেটেরিয়ায় টাটকা খাবার পরিবেশনের মাধ্যমে শিক্ষার্থীদের পুষ্টির চাহিদা যেমন মেটাবে তেমনি তাঁদের পড়াশোনায় মনোযোগ বাড়াতেও সাহায্য করবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত