Ajker Patrika

হেনরি ডুনান্ট মেমোরিয়াল মুট কোর্ট প্রতিযোগিতায় ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সাফল্য 

হেনরি ডুনান্ট মেমোরিয়াল মুট কোর্ট প্রতিযোগিতায় ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সাফল্য 

১৪ তম হেনরি ডুনান্ট মেমোরিয়াল মুট-কোর্ট প্রতিযোগিতায় বাংলাদেশ জাতীয় রাউন্ডে রানার-আপ হয়েছে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ। আন্তর্জাতিক রেড-ক্রস কমিটি ও ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (আইইউবি) আয়োজনে গত ৫-৭ অক্টোবর আইইউবি ক্যাম্পাসে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৩০টি দল অংশ নেয়। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির দলে আরকেএম রবিন আহমেদ, তানজিলা ইসলাম ও সায়মা হক অংশ নেন। তাঁদের কোচ ছিলেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সিনিয়র লেকচারার নাদিয়া রহমান।

প্রতিযোগিতার ফাইনালে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়কে হারিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। প্রতিযোগিতার ফাইনালে বিচারক হিসেবে ছিলেন বিচারপতি নাইমা হায়দার এবং বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ সাজ্জাদ সিদ্দিক।

প্রতি বছর দুটি শীর্ষ দল হেনরি ডুনান্ট মেমোরিয়াল মুট কোর্ট প্রতিযোগিতার আন্তর্জাতিক রাউন্ডে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করে। ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন এই অসামান্য অর্জনের জন্য বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের দলকে অভিনন্দন জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত