Ajker Patrika

বাংলাদেশে এলো ১২৫ সিসি টিভিএস রেইডার

আপডেট : ০৭ মার্চ ২০২২, ১৭: ২৫
বাংলাদেশে এলো ১২৫ সিসি টিভিএস রেইডার

বাংলাদেশের বাজারে এলো ১২৫ সিসি সেগমেন্টে বিভিন্ন ফিচার সংবলিত টিভিএস রেইডার। আজ সোমবার বিশ্বের স্বনামধন্য টু-হুইলার প্রস্তুতকারী প্রতিষ্ঠান টিভিএস তাদের বিভিন্ন ফিচার সংবলিত এ মোটরসাইকেল। 

তরুণদের জন্য প্রস্তুত এই মোটরসাইকেলটির ফিচার সম্পর্কে প্রতিষ্ঠানটি জানায়, এলসিডি ডিজিটাল পেডোমিটার, থ্রি-ভ্যাল্ভ আই-টাচ স্টার্ট ইঞ্জিন, অ্যানিমেলিস্টিক এলইডি হেড ল্যাপের মতো দারুণ সব ফিচার এবং এই সেগমেন্টের বাইকে প্রথমবারের মতো রয়েছে আন্ডার-সিট স্টোরেজ। বেষ্ট-ইন-ক্লাস অ্যাকসিলারেশন, রিভার্স এলসিডি ক্লাস্টার ও অ্যানিমেলিস্টিক এলইডি হেডল্যাপস টিভিএস রেইডারকে দিয়েছে অনেক পার্টি ও স্টাইলিশ লুক। 

এই উপলক্ষে টিভিএস মোটর কোম্পানির হেড অব ইন্টারন্যাশনাল বিজনেস এইচ জি রাহুল নায়াক বলেন, ‘বাংলাদেশের দ্রুত বিকশিত হওয়া টু-হুইলার মার্কেটে ১২৫ সিসির টিভিএস রেইডার লঞ্চ করতে পেরে আমরা আনন্দিত। এই দেশে ব্যক্তিগত পরিবহনের চাহিদা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। তাই আমাদের মিলেনিয়াল ও জেন জি ক্রেতা ও গ্রাহকদের জন্য আমরা প্রতিনিয়তই দারুণ সব ফিচার ও উন্নত প্রযুক্তি সমৃদ্ধ পণ্য নিয়ে আসার চেষ্টা করছি। আমি নিশ্চিত যে আমাদের তরুণ গ্রাহকেরা টিভিএস রেইডারের স্বকীয়তা অনেক পছন্দ করবে।’ 

টিভিএস অটো বাংলাদেশ লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর জে. একরাম হুসেইন বলেন, ‘বাংলাদেশের গ্রাহকেরা সব সময়ই টিভিএসের নতুন মডেলের বাইকগুলোতে ইতিবাচক সাড়া দিয়েছেন এবং আমি নিশ্চিত টিভিএস রাইডারের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হবে না।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত