Ajker Patrika

রাজধানীতে ফুডির আয়োজনে ইফতার ও সাহরী ফেস্ট

আপডেট : ২০ মার্চ ২০২৫, ১১: ৫২
রাজধানীতে ফুডির আয়োজনে ইফতার ও সাহরী ফেস্ট

পবিত্র রমজান মাসে ইফতার ও সেহরি ফেস্ট আয়োজন করছে বাংলাদেশের ফুড ডেলিভারিভিত্তিক ফুডি অ্যাপ। এই ব্যতিক্রমধর্মী ফেস্টিভ্যাল আজ ২০ মার্চ শুরু হচ্ছে। চলবে আগামী ২৯ মার্চ পর্যন্ত। প্রতিদিন বেলা ২টা থেকে রাত ১১টা পর্যন্ত বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউর মাঠে এই ফেস্ট আয়োজিত হবে।

ফুডির পক্ষে ইউএস-বাংলা গ্রুপের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঢাকার শীর্ষস্থানীয় জনপ্রিয় ৩০টি রেস্তোরাঁ এই ফেস্টে হরেক রকমের খাবারের সমাহার তুলে ধরবে। একই ভেন্যুতে আপনার পছন্দের সব ধরনের খাবার সামগ্রী পেতে সহায়তা করবে এই ব্যতিক্রমধর্মী মেলা।

ফুডির ইফতার ও সেহরি ফেস্টটিতে পাওয়ার্ড বাই পার্টনার হিসেবে থাকছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল), বেভারেজ পার্টনার হিসেবে কোকাকোলা, হাইজিন পার্টনার ডেটল ও আইসক্রিম পার্টনার সেভয়।

আসন্ন ঈদুল ফিতর সামনে রেখে এ মেলায় বিশেষ আয়োজন হিসেবে আগামী ২৬ মার্চ থেকে থাকবে স্পেশাল মেহেদি ফেস্টিভ্যাল।

ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি সহযোগী প্রতিষ্ঠান ফুডি বাংলাদেশে ডেলিভারিভিত্তিক সম্পূর্ণ দেশীয় একটি ফুড সেবা প্রতিষ্ঠান। অনলাইনে খাবার সরবরাহকারী প্ল্যাটফর্ম ফুডি শিক্ষিত তরুণ সমাজকে কর্মক্ষম করে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে। দেশজুড়ে সেবা বিস্তৃত করার পাশাপাশি ফুডি ব্যবহারকারীদের সব সময় সর্বোত্তম সেবা প্রদানে ও নতুন নতুন উদ্ভাবনে বদ্ধপরিকর। ফুডি সেবা গ্রহণকারীদের জন্য রেস্টুরেন্ট, শপ ও রাইডার পার্টনারদের সঙ্গে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত