Ajker Patrika

ব্র্যাক ব্যাংকের কর্পনেটের লেনদেন ২ লাখ কোটি টাকা ছাড়িয়েছে

ব্র্যাক ব্যাংকের কর্পনেটের লেনদেন ২ লাখ কোটি টাকা ছাড়িয়েছে

করপোরেট এবং বাণিজ্যিক গ্রাহকদের জন্য ব্র্যাক ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং প্ল্যাটফর্ম কর্পনেটের লেনদেনের পরিমাণ দুই লাখ কোটি টাকা ছাড়িয়ে উল্লেখযোগ্য মাইলফলক অর্জন করেছে। ২০১৯ সালে তিনটি মৌলিক পেমেন্ট বৈশিষ্ট্যসহ চালু করার পর কর্পনেট অনন্য বৈশিষ্ট্য এবং সুবিধা নিয়ে একটি শক্তিশালী ইন্টারনেট ব্যাংকিং প্ল্যাটফর্মে পরিণত হয়।

করপোরেট এবং বাণিজ্যিক গ্রাহকেরা কর্পনেট ব্যবহার করে এক কোটিরও বেশি সংখ্যক লেনদেন করেছে। যা এই প্ল্যাটফর্মের প্রতি তাদের আস্থা প্রমাণ করে। নেতৃস্থানীয় বড় করপোরেট গ্রাহক, বিখ্যাত বহুজাতিক কোম্পানি, এয়ারলাইনস, উন্নয়ন সংস্থা, দূতাবাস এবং অনেক বাণিজ্যিক ক্লায়েন্ট বর্তমানে এই প্ল্যাটফর্মটি ব্যবহার করছেন।

মহামারি চলাকালীন, ব্যাংক না গিয়েও লেনদেনের সুবিধা দিয়ে প্ল্যাটফর্মটি করপোরেট গ্রাহকদের ব্যবসা চালিয়ে যেতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্ল্যাটফর্মের অর্থ প্রদানের নানান সুবিধা এবং কার্যকরী বৈশিষ্ট্যগুলো লেনদেনের ব্যাপ্তি এবং লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে।

ব্র্যাক ব্যাংক প্রধান পার্টনারদের সঙ্গে একীভূত হয়ে এবং সরাসরি ভ্যাট এবং কাস্টমস ডিউটি পেমেন্ট, বিশাল অঙ্কের বেতন পেমেন্ট এবং উচ্চ সংখ্যক বিলার ইন্টিগ্রেশন-সহ বিভিন্ন অর্থসংগ্রহ ও অর্থ প্রদান ব্যবস্থা সহজতর করে প্ল্যাটফর্মের সক্ষমতা ক্রমাগত উন্নত করেছে।

ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব করপোরেট ব্যাংকিং তারেক রেফাত উল্লাহ খান বলেন, ‘কর্পনেট একটি ঝামেলামুক্ত ব্যাংকিং অভিজ্ঞতার পাশাপাশি গ্রাহকদের জন্য সুবিধাজনক ও স্বাচ্ছন্দ্যময় সেবা প্রদান করে এবং তাদের অর্থ নির্বিঘ্নে ও দক্ষতার সঙ্গে পরিচালনা করতে সক্ষম করে।’

এই বিষয়ে ব্র্যাক ব্যাংকের হেড অব ট্রানজেকশন ব্যাংকিং মো. জাবেদুল আলম বলেন, ‘এই অর্জন তাদের গ্রাহকদের চাহিদা অনুযায়ী উদ্ভাবনী, নিরাপদ ও দক্ষ ব্যাংকিং সেবা প্রদানের প্রতিশ্রুতির প্রমাণ। ব্র্যাক ব্যাংক অত্যাধুনিক ডিজিটাল ব্যাংকিং সল্যুশনে বিনিয়োগ অব্যাহত রাখবে, যা তাদের ক্লায়েন্টদের একটি নির্বিঘ্ন ও আনন্দময় ব্যাংকিং অভিজ্ঞতা প্রদান করে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত