ব্র্যাক ইউনিভার্সিটিতে দুদিনব্যাপী বাংলাদেশ সোসাইটি অব মাইক্রোবায়োলজিস্টের (বিএসএম) ৩৮ তম বার্ষিক আন্তর্জাতিক সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার শুরু হওয়া এই সম্মেলনে একত্রিত হয়েছিলেন ৬০০ জনের বেশি বিজ্ঞানী, গবেষক, শিক্ষাবিদ, ভেটেরিনারিয়ান, ইন্ডাস্ট্রি প্রফেশনালস, চিকিৎসা পেশাজীবী এবং শিক্ষার্থী। এই কনফারেন্সে মাইক্রোবায়োলজি ও সংশ্লিষ্ট বিষয়ের অগ্রগতি নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলাদেশ থেকে ৫৩টি শিক্ষাপ্রতিষ্ঠান ও সংস্থা এবং বিভিন্ন দেশের ১০টি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রতিনিধি অংশ নেন। দুদিনব্যাপী এই কনফারেন্সে ১৫টি সেশন এবং ১১টি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।
ব্র্যাক ইউনিভার্সিটির অডিটোরিয়ামে অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী প্রফেসর এম আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—ব্র্যাক ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর সৈয়দ ফারহাত আনোয়ার এবং প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর সৈয়দ মাহফুজুল আজিজ। বিএসএমের পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিডিডিআর, বি-এর সিনিয়র বিজ্ঞানী এবং বিএসএম-এর সভাপতি ড. মুনিরুল আলম এবং বিএসএম-এর সাধারণ সম্পাদক ড. এম. মঞ্জুরুল করিম।
অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন ব্র্যাক ইউনিভার্সিটির ম্যাথমেটিকস অ্যান্ড ন্যাচারাল সায়েন্সেসের অ্যাসোসিয়েট প্রফেসর ড. নাদিয়া সুলতানা দীন।
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন সম্মেলন আয়োজক কমিটির চেয়ারম্যান এবং ব্র্যাক ইউনিভার্সিটির ম্যাথমেটিকস অ্যান্ড ন্যাচারাল সায়েন্সেসের প্রফেসর প্রফেসর এম. মাহবুব হোসেন। বিএসএমের সাধারণ সম্পাদক ড. এম. মঞ্জুরুল করিম বিএসএমের কার্যক্রম এবং সম্মেলনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর এম. আমিনুল ইসলাম মাইক্রোবায়োলজিক্যাল গবেষণায় উদ্ভাবন ও সহযোগিতার গুরুত্ব তোলেন। তিনি বৈশ্বিক স্বাস্থ্য ও পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় এই ধরনের গবেষণার ভূমিকা সম্পর্কে আলোচনা করেন। তিনি বাংলাদেশে মাইক্রোবায়োলজি শিক্ষা ও গবেষণার উন্নয়নে বিএসএমের অবদানের প্রশংসা করেন।
ব্র্যাক ইউনিভার্সিটির প্রো ভাইস-চ্যান্সেলর সৈয়দ মাহফুজুল আজিজ তাঁর বক্তব্যে বলেন, নতুন জ্ঞানের সৃষ্টিতে এই ধরনের সম্মেলনের অবদান অনেক। এবারের বার্ষিক কনফারেন্স ব্র্যাক ইউনিভার্সিটিতে আয়োজন করায় তিনি বিএসএমকে ধন্যবাদ জানান।
ব্র্যাক ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর সৈয়দ ফারহাত আনোয়ার জ্ঞানের বিকাশে সম্মিলিত প্রচেষ্টার বিষয়ে গুরুত্বারোপ করেন। সেই সঙ্গে তিনি বিশ্বব্যাপী নৈতিক মানদণ্ডের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
উদ্বোধনী অনুষ্ঠানের প্রফেসর ড. জিয়াউদ্দিন আহমেদকে আজীবন সম্মাননা প্রদান করা হয়। তিনি বাংলাদেশ অ্যাকাডেমি অব সায়েন্সের ফেলো। মাইক্রোবায়োলজির বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এই পুরস্কার প্রদান করা হয়।
ব্র্যাক ইউনিভার্সিটিতে দুদিনব্যাপী বাংলাদেশ সোসাইটি অব মাইক্রোবায়োলজিস্টের (বিএসএম) ৩৮ তম বার্ষিক আন্তর্জাতিক সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার শুরু হওয়া এই সম্মেলনে একত্রিত হয়েছিলেন ৬০০ জনের বেশি বিজ্ঞানী, গবেষক, শিক্ষাবিদ, ভেটেরিনারিয়ান, ইন্ডাস্ট্রি প্রফেশনালস, চিকিৎসা পেশাজীবী এবং শিক্ষার্থী। এই কনফারেন্সে মাইক্রোবায়োলজি ও সংশ্লিষ্ট বিষয়ের অগ্রগতি নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলাদেশ থেকে ৫৩টি শিক্ষাপ্রতিষ্ঠান ও সংস্থা এবং বিভিন্ন দেশের ১০টি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রতিনিধি অংশ নেন। দুদিনব্যাপী এই কনফারেন্সে ১৫টি সেশন এবং ১১টি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।
ব্র্যাক ইউনিভার্সিটির অডিটোরিয়ামে অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী প্রফেসর এম আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—ব্র্যাক ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর সৈয়দ ফারহাত আনোয়ার এবং প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর সৈয়দ মাহফুজুল আজিজ। বিএসএমের পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিডিডিআর, বি-এর সিনিয়র বিজ্ঞানী এবং বিএসএম-এর সভাপতি ড. মুনিরুল আলম এবং বিএসএম-এর সাধারণ সম্পাদক ড. এম. মঞ্জুরুল করিম।
অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন ব্র্যাক ইউনিভার্সিটির ম্যাথমেটিকস অ্যান্ড ন্যাচারাল সায়েন্সেসের অ্যাসোসিয়েট প্রফেসর ড. নাদিয়া সুলতানা দীন।
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন সম্মেলন আয়োজক কমিটির চেয়ারম্যান এবং ব্র্যাক ইউনিভার্সিটির ম্যাথমেটিকস অ্যান্ড ন্যাচারাল সায়েন্সেসের প্রফেসর প্রফেসর এম. মাহবুব হোসেন। বিএসএমের সাধারণ সম্পাদক ড. এম. মঞ্জুরুল করিম বিএসএমের কার্যক্রম এবং সম্মেলনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর এম. আমিনুল ইসলাম মাইক্রোবায়োলজিক্যাল গবেষণায় উদ্ভাবন ও সহযোগিতার গুরুত্ব তোলেন। তিনি বৈশ্বিক স্বাস্থ্য ও পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় এই ধরনের গবেষণার ভূমিকা সম্পর্কে আলোচনা করেন। তিনি বাংলাদেশে মাইক্রোবায়োলজি শিক্ষা ও গবেষণার উন্নয়নে বিএসএমের অবদানের প্রশংসা করেন।
ব্র্যাক ইউনিভার্সিটির প্রো ভাইস-চ্যান্সেলর সৈয়দ মাহফুজুল আজিজ তাঁর বক্তব্যে বলেন, নতুন জ্ঞানের সৃষ্টিতে এই ধরনের সম্মেলনের অবদান অনেক। এবারের বার্ষিক কনফারেন্স ব্র্যাক ইউনিভার্সিটিতে আয়োজন করায় তিনি বিএসএমকে ধন্যবাদ জানান।
ব্র্যাক ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর সৈয়দ ফারহাত আনোয়ার জ্ঞানের বিকাশে সম্মিলিত প্রচেষ্টার বিষয়ে গুরুত্বারোপ করেন। সেই সঙ্গে তিনি বিশ্বব্যাপী নৈতিক মানদণ্ডের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
উদ্বোধনী অনুষ্ঠানের প্রফেসর ড. জিয়াউদ্দিন আহমেদকে আজীবন সম্মাননা প্রদান করা হয়। তিনি বাংলাদেশ অ্যাকাডেমি অব সায়েন্সের ফেলো। মাইক্রোবায়োলজির বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এই পুরস্কার প্রদান করা হয়।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের কিস্তি গ্রহণের জন্য অপেক্ষা না করে নিজেদের মতো বাজেট তৈরি করার প্রস্তুতি নিচ্ছে সরকার। এমন তথ্য জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। গতকাল মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক...
২ ঘণ্টা আগেদেশের ভোজ্যতেলের বাজারে এখনো মানের ঘাটতি রয়েছে। ভিটামিন ‘এ’ ও ‘ডি’ সমৃদ্ধ তেল সরবরাহ বাধ্যতামূলক হলেও বাস্তবে তা অনেকটা উপেক্ষিত। সরকারি আইন অনুযায়ী তেলে ভিটামিন এ মেশানো আবশ্যক হলেও বাজারের বিশাল একটি অংশে তা অনুপস্থিত কিংবা থাকলেও প্রয়োজনের তুলনায় অপ্রতুল।
২ ঘণ্টা আগেঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) কৌশলগত অংশীদার চীনের শেনজেন স্টক এক্সচেঞ্জ ও সাংহাই স্টক এক্সচেঞ্জের প্রতিনিধিদলের সঙ্গে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি ভবনে কমিশন সভাকক্ষে এই বৈঠক...
২ ঘণ্টা আগেজনসংখ্যায় ক্ষুদ্র, কিন্তু প্রভাবের বিচারে বিশাল নর্ডিক দেশগুলো যেন এক অর্থনৈতিক বিস্ময়। সুইডেন, ডেনমার্ক, নরওয়ে ও ফিনল্যান্ড—এই চার দেশের জনসংখ্যা ও অর্থনৈতিক আকার যতই ছোট হোক না কেন, এখান থেকেই জন্ম নিয়েছে আইকিয়া, লেগো, স্পটিফাই, নোভো নর্ডিস্ক, নোকিয়া ও কার্লসবার্গের মতো বিশ্বখ্যাত কোম্পানিগুলো।
১০ ঘণ্টা আগে