Ajker Patrika

শুরু হয়েছে ‘দারাজ মল ফেস্ট’

শুরু হয়েছে ‘দারাজ মল ফেস্ট’

‘দারাজ মলের সঙ্গে এবার কেনাকাটার অভিজ্ঞতা হবে আরও আনন্দদায়ক’—স্লোগানকে সামনে রেখে শুরু হয়েছে দারাজ মল ফেস্ট। দেশের অন্যতম অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ এই ফেস্টের আয়োজন করেছে। ফেস্টটি ১৮ মে শুরু হয়ে চলবে আগামী ২৮ মে পর্যন্ত। দারাজের ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে অংশগ্রহণ করা যাবে এই ফেস্টে। দারাজের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা গেছে। 

ফেস্ট চলাকালীন গ্রাহকেরা আকর্ষণীয় অফার ও ডিলে দারাজ মল থেকে বিপুল পরিমাণ পণ্যসামগ্রী কিনতে পারবেন। ক্যাম্পেইন চলাকালে, মেগা ডিলসের ভাউচারের মাধ্যমে গ্রাহকেরা উপভোগ করতে পারবেন ১২ হাজার টাকা পর্যন্ত ছাড়। এ ছাড়া, ক্যাম্পেইনে থাকছে ফায়ারওয়ার্ক ভাউচারের মাধ্যমে সকল পণ্যের ওপর ৮ হাজার টাকা পর্যন্ত ছাড়। বিকাশের মাধ্যমে পেমেন্ট করলে গ্রাহকেরা ১০ শতাংশ ইনস্ট্যান্ট ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন। তবে ক্যাম্পেইন চলাকালে একটি লেনদেনের ক্ষেত্রে সর্বোচ্চ ১০০ টাকা ও সর্বনিম্ন ৫০০ টাকার পণ্য ক্রয়ে ২০০ টাকা টাকা পর্যন্ত। 

ক্যাম্পেইনকে গ্রাহকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে থাকছে মিস্ট্রি বক্স, শেক শেক ফর ডাবল টাকা ভাউচার, সারপ্রাইজ ফ্রি শিপিং আওয়ার সহ আরও অনেক আকর্ষণীয় অফার।

ক্যাম্পেইনের কো-স্পনসর হিসেবে রয়েছে লোটো, বাটা, ডেটল, স্টুডিও এক্স, রিয়েলমি ও ডাভ। ব্র্যান্ড পার্টনারদের মধ্যে রয়েছে ভিট, রিবানা, ফোকাল্যুর, মোশন ভিউ, হায়ার, লিভিং টেক্স, ফার্নিকম, এফোরটেক, লজিটেক, মটোরোলা ও ইনফিনিক্স। গ্লোবাল ব্র্যান্ড পার্টনার হিসেবে রয়েছে ব্লুওয়াও ও বেসুস। ক্যাম্পেইনটির নন কমার্শিয়াল পার্টনার হচ্ছে চরকি, প্রিভে স্যালোন, এলিগ্যান্ট মেকওভার এবং গালা মেকওভার।

ক্যাম্পেইন প্রসঙ্গে দারাজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদল হক বলেন, ‘দারাজ মলে রয়েছে স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষস্থানীয় ব্র্যান্ডসমূহের বিস্তৃত পরিসরের পণ্য। গ্রাহকদের কেনাকাটায় সন্তোষজনক অভিজ্ঞতা প্রদানে এই ক্যাম্পেইনের মাধ্যমে আমরা আকর্ষণীয় সব অফার নিয়ে এসেছি। আমাদের বিশ্বাস, দারাজ মল ফেস্টের অসাধারণ ডিলগুলো আমাদের আগের ক্যাম্পেইনগুলোর মতোই গ্রাহকদের মাঝে ব্যাপক সাড়া পাবে।’ 

দারাজ বাংলাদেশের চিফ মার্কেটিং অফিসার মো. তাজদীন হাসান বলেন, ‘দারাজ মল ফেস্ট আয়োজনের উদ্দেশ্য হচ্ছে আমাদের গ্রাহকদের আকর্ষণীয় অফার এবং ডিলের মাধ্যমে কেনাকাটার উন্নততর অভিজ্ঞতা প্রদান করা।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত