নাভানা লিমিটেড একই মঞ্চে টয়োটার ৩টি নতুন মডেলের আনুষ্ঠানিক উদ্বোধন করল। নতুন গাড়ির মডেল তিনটি হলো—টয়োটা রেইজ, থার্ড জেনারেশনের টয়োটা আভানজা এবং টয়োটা ভেলোজ। ঢাকার তেজগাঁওয়ে অবস্থিত টয়োটা বাংলাদেশের শোরুমে আয়োজিত এক প্রেস লঞ্চে আনুষ্ঠানিকভাবে গাড়িগুলো উন্মোচন করা হয়।
রেইজ-দ্যা গেইম চেঞ্জার: প্রথমেই আসা যাক টয়োটা রেইজ প্রসঙ্গে। এ গাড়িটি একটি কমপ্যাক্ট এসইউভি, যেটি একটি ১ লিটার টার্বো এসিউভি এবং যার ট্রান্সমিশনটি নতুন সিভিটি ট্রান্সমিশন-ডিসিভিটি। এই কমপ্যাক্ট এসইউভি’র দাম ৩৪ লাখ টাকা। রেইজের এক্সটেরিয়রটি বেশ প্রাণবন্ত এবং স্পোর্টি। গাড়ির অ্যারো ডাইনামিক ডিজাইনকে আরও অনেক বেশি আকর্ষণীয় করেছে এর ফ্রন্ট গ্রিল, সঙ্গে স্টাইলিশ এলইডি হেডলাইটস্। নাভানা লিমিটেড শিগগিরই তার লাইন-আপে ১.২ লিটার রেইজ যোগ করবে।
আভানজা: টয়োটার লাইনআপে যুক্ত হচ্ছে থার্ড জেনারেশনের নতুন আভানজা। ২০০৬ সালে প্রথমবারের মতো বাজারে আসার পর থেকেই আভানজা বাংলাদেশের গাড়ি মালিকদের কাছে একটি জনপ্রিয় মডেল হয়ে উঠেছে। আভানজা ১.৫ লিটারের একটি এমভিপি, যা ব্র্যান্ড নিউ গাড়ির সেগমেন্টে বেশ সাশ্রয়ী মূল্যের একটি সেভেন সিটার। এতে রয়েছে হাই গ্রাউন্ড ক্লিয়ারেন্স (১৮০ এম. এম.) এবং লাগেজ রাখার জন্য বিস্তৃত জায়গা। নতুন থার্ড জেনারেশনের এই আভানজার এক্সটেরিয়র লুক বেশ আকর্ষণীয় এবং এর ফ্রন্ট হুইল ড্রাইভ এবং সিভিটি ট্রান্সমিশন সজ্জিত। গাড়ির পেছনের সিটগুলো ইজি চেয়ারে রূপান্তরিত করা যায়, যা আপনার ভ্রমণকে করবে আরও আরামদায়ক। থার্ড জেনারেশনের এই আভানজার দাম ৩৫ লাখ টাকা।
ভেলোজ: দিনের শেষ আকর্ষণ হিসেবে সবার নজর কেড়েছিল নতুন ভেলোজ। ভেলোজ একটি সিভিটি ট্রান্সমিশনের ১.৫ লিটার সেভেন সিটার এসইউভি। এতে রয়েছে ৩টি ড্রাইভিং মোড-নরমাল, স্পোর্টস এবং ইকো। এই সেভেন সিটারে রয়েছে হাই গ্রাউন্ড ক্লিয়ারেন্স (১৯০ এম. এম.) এবং ডুয়াল এসি। এতে আরও যুক্ত হয়েছে সিনথেটিক লেদার সিটিং ম্যাটেরিয়াল, পুশ স্টার্ট এবং ফোনের জন্য ওয়্যারলেস চার্জারসহ ১৬ ইঞ্চি অ্যালয়। পরিবার এবং বন্ধুদের সঙ্গে আরামদায়ক ভ্রমণের জন্য ভেলোজ একটি দারুণ সেভেন সিটার এসইউভি। নতুন ভেলোজ পাওয়া যাবে ৪১ লাখ টাকায়।
অনুষ্ঠানে বক্তব্য দেন নাভানা গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়াহেদ আজিজুর রহমান, নাভানা লিমিটেডের চীফ অপারেটিং অফিসার আহমেদ সাকিব, টয়োটার চীফ রিপ্রেজেনটেটিভ তরু মরি সান, টয়োটা বাংলাদেশের হেড অফ সেলস মুনতাসির প্রমুখ।
নাভানা লিমিটেড একই মঞ্চে টয়োটার ৩টি নতুন মডেলের আনুষ্ঠানিক উদ্বোধন করল। নতুন গাড়ির মডেল তিনটি হলো—টয়োটা রেইজ, থার্ড জেনারেশনের টয়োটা আভানজা এবং টয়োটা ভেলোজ। ঢাকার তেজগাঁওয়ে অবস্থিত টয়োটা বাংলাদেশের শোরুমে আয়োজিত এক প্রেস লঞ্চে আনুষ্ঠানিকভাবে গাড়িগুলো উন্মোচন করা হয়।
রেইজ-দ্যা গেইম চেঞ্জার: প্রথমেই আসা যাক টয়োটা রেইজ প্রসঙ্গে। এ গাড়িটি একটি কমপ্যাক্ট এসইউভি, যেটি একটি ১ লিটার টার্বো এসিউভি এবং যার ট্রান্সমিশনটি নতুন সিভিটি ট্রান্সমিশন-ডিসিভিটি। এই কমপ্যাক্ট এসইউভি’র দাম ৩৪ লাখ টাকা। রেইজের এক্সটেরিয়রটি বেশ প্রাণবন্ত এবং স্পোর্টি। গাড়ির অ্যারো ডাইনামিক ডিজাইনকে আরও অনেক বেশি আকর্ষণীয় করেছে এর ফ্রন্ট গ্রিল, সঙ্গে স্টাইলিশ এলইডি হেডলাইটস্। নাভানা লিমিটেড শিগগিরই তার লাইন-আপে ১.২ লিটার রেইজ যোগ করবে।
আভানজা: টয়োটার লাইনআপে যুক্ত হচ্ছে থার্ড জেনারেশনের নতুন আভানজা। ২০০৬ সালে প্রথমবারের মতো বাজারে আসার পর থেকেই আভানজা বাংলাদেশের গাড়ি মালিকদের কাছে একটি জনপ্রিয় মডেল হয়ে উঠেছে। আভানজা ১.৫ লিটারের একটি এমভিপি, যা ব্র্যান্ড নিউ গাড়ির সেগমেন্টে বেশ সাশ্রয়ী মূল্যের একটি সেভেন সিটার। এতে রয়েছে হাই গ্রাউন্ড ক্লিয়ারেন্স (১৮০ এম. এম.) এবং লাগেজ রাখার জন্য বিস্তৃত জায়গা। নতুন থার্ড জেনারেশনের এই আভানজার এক্সটেরিয়র লুক বেশ আকর্ষণীয় এবং এর ফ্রন্ট হুইল ড্রাইভ এবং সিভিটি ট্রান্সমিশন সজ্জিত। গাড়ির পেছনের সিটগুলো ইজি চেয়ারে রূপান্তরিত করা যায়, যা আপনার ভ্রমণকে করবে আরও আরামদায়ক। থার্ড জেনারেশনের এই আভানজার দাম ৩৫ লাখ টাকা।
ভেলোজ: দিনের শেষ আকর্ষণ হিসেবে সবার নজর কেড়েছিল নতুন ভেলোজ। ভেলোজ একটি সিভিটি ট্রান্সমিশনের ১.৫ লিটার সেভেন সিটার এসইউভি। এতে রয়েছে ৩টি ড্রাইভিং মোড-নরমাল, স্পোর্টস এবং ইকো। এই সেভেন সিটারে রয়েছে হাই গ্রাউন্ড ক্লিয়ারেন্স (১৯০ এম. এম.) এবং ডুয়াল এসি। এতে আরও যুক্ত হয়েছে সিনথেটিক লেদার সিটিং ম্যাটেরিয়াল, পুশ স্টার্ট এবং ফোনের জন্য ওয়্যারলেস চার্জারসহ ১৬ ইঞ্চি অ্যালয়। পরিবার এবং বন্ধুদের সঙ্গে আরামদায়ক ভ্রমণের জন্য ভেলোজ একটি দারুণ সেভেন সিটার এসইউভি। নতুন ভেলোজ পাওয়া যাবে ৪১ লাখ টাকায়।
অনুষ্ঠানে বক্তব্য দেন নাভানা গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়াহেদ আজিজুর রহমান, নাভানা লিমিটেডের চীফ অপারেটিং অফিসার আহমেদ সাকিব, টয়োটার চীফ রিপ্রেজেনটেটিভ তরু মরি সান, টয়োটা বাংলাদেশের হেড অফ সেলস মুনতাসির প্রমুখ।
পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠানের সাম্প্রতিক চিত্র ভয়াবহ। ২৩টি প্রতিষ্ঠানের মধ্যে চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ে ১২টি প্রতিষ্ঠানই লোকসানে ডুবে গেছে, যার পরিমাণ ছাড়িয়েছে এক হাজার কোটি টাকা। অপর দিকে মুনাফায় থাকা প্রতিষ্ঠান মাত্র ছয়টি, তবে তাদের মোট আয় ২০০ কোটির ঘরও পেরোয়নি।
৮ ঘণ্টা আগেশরিয়াহ পরিচালিত পাঁচ দুর্বল ব্যাংক একীভূতকরণের প্রাথমিক প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। এ লক্ষ্যে ব্যাংকগুলোর ফরেনসিক অডিট শেষ হয়েছে, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও চেয়ারম্যানদের নিয়ে কয়েক দফা বৈঠকও অনুষ্ঠিত হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী অক্টোবরে চুক্তির মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে...
৮ ঘণ্টা আগেভারতের একের পর এক নিষেধাজ্ঞায় স্থলপথে রপ্তানি বাণিজ্যে ধস নেমেছে। বেনাপোল বন্দরে স্বাভাবিক সময়ে প্রতিদিন গড়ে ২৫০ ট্রাক পণ্য রপ্তানি হলেও বর্তমানে তা নেমে এসেছে ৩০ ট্রাকের নিচে। সংশ্লিষ্টরা বলছেন, এ প্রবণতা অব্যাহত থাকলে রপ্তানিতে বড় ধরনের সংকট তৈরি হবে।
১০ ঘণ্টা আগেআমদানি শুরুর পর কয়েক দিন কিছুটা কমে বিক্রির পর আবার বেড়েছে পেঁয়াজের দাম। এখন আমদানি ও দেশি দুই ধরনের পেঁয়াজের দামই বাড়তি। সেই সঙ্গে চলতি সপ্তাহে আবার বেড়েছে কাঁচা মরিচের দাম। কোথাও কোথাও বেশি বৃষ্টি ও বন্যার কারণে আলু ছাড়া সব ধরনের সবজি ও চালের দাম আগে থেকেই বেশি। এর মধ্যে বেড়েছে ডিম ও মুরগির দাম।
১০ ঘণ্টা আগে