বিজ্ঞপ্তি
বিশ্ব মেধাস্বত্ব দিবস উদ্যাপন উপলক্ষে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে সোমবার (১২ মে) সকাল ১০ টায় ‘মেধাস্বত্ব অধিকার’ বিষয়ক এক সেমিনার গাজীপুর ক্যাম্পাসে সম্মেলন ও প্রশিক্ষণ কেন্দ্রের লেকচার গ্যালারিতে অনুষ্ঠিত হয়েছে।
বাউবির ইনস্টিটিশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত সেমিনারের উদ্বোধন করেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাঃ শামীম বলেন, ‘‘আজকের জ্ঞাননির্ভর অর্থনীতিতে বুদ্ধিবৃত্তিক সম্পত্তির অধিকার শিক্ষাপ্রতিষ্ঠানের সবচেয়ে মূল্যবান সম্পদগুলোর মধ্যে একটি। গবেষক, শিক্ষক এবং শিক্ষার্থীদের সৃজনশীল কাজগুলোকে সংরক্ষণ ও এর সুফল পাওয়ার জন্য ‘মেধাস্বত্ব অধিকার’ তথ্য-পেটেন্ট, কপিরাইট, ট্রেডমার্ক এবং ট্রেড সিক্রেটস-সম্পর্কে জানা ও বোঝা খুবই প্রয়োজন। উদ্ভাবন হচ্ছে একটি বিশ্ববিদ্যালয়ের প্রাণশক্তি, কিন্তু একটি শক্তিশালী মেধাস্বত্ব ব্যবস্থাপনা কৌশল ছাড়া যুগান্তকারী আবিষ্কারগুলো অব্যবহৃত থেকে যেতে পারে অথবা অপব্যবহারও হতে পারে। একটি জ্ঞানভিত্তিক সমাজ এবং উদ্ভাবনী অর্থনীতির বিকাশে মেধাস্বত্ব অধিকারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শক্তিশালী মেধাস্বত্ব সুরক্ষা ব্যবস্থা একটি দেশকে জ্ঞানভিত্তিক অর্থনীতির দিকে এগিয়ে যেতে সাহায্য করে। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় একটি বৃহত্তর জনগোষ্ঠীর কাছে জ্ঞান পৌঁছে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে। আমাদের শিক্ষক ও শিক্ষার্থীরা প্রতিনিয়ত নতুন জ্ঞান সৃষ্টি এবং উদ্ভাবনী ধারণার বিকাশে সক্রিয় ভূমিকা রাখছেন। এই প্রেক্ষাপটে, মেধাস্বত্ব অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর সুরক্ষা সম্পর্কে জ্ঞানদান অত্যন্ত জরুরি।’’
তিনি আরও বলেন, ‘বুদ্ধিভিত্তিক ব্যবস্থাপনা কেবল আইনি সুরক্ষার বিষয় নয়; বরং সচেতনতা এবং সক্রিয় ব্যবস্থাপনার সংস্কৃতি তৈরির মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলো যেন উদ্ভাবনকে উৎসাহিত করতে পারে এমন অভ্যন্তরীণ নীতি তৈরি করতে হবে। কার্যকর মেধাস্বত্ব ব্যবস্থাপনা বাণিজ্যিকীকরণের সম্ভাবনার দ্বারও উন্মুক্ত করে। কৌশলগত মেধাস্বত্ব ব্যবস্থাপনার মাধ্যমে জাতীয় উন্নয়ন এবং অর্থনৈতিক অগ্রগতিতে বিশ্ববিদ্যালয়ের ভূমিকাকেও শক্তিশালী করা এখন সময়ের দাবি মাত্র।’
সেমিনারে সভাপতিত্ব করেন বাউবির আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মো. সিরাজুল ইসলাম। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ‘উদ্ভাবন এবং সৃজনশীলতা একটি দেশের উন্নয়নের মূল ভিত্তি। আর এই উদ্ভাবন ও সৃজনশীলতাকে সুরক্ষা দেওয়ার আইনি হাতিয়ার হলো মেধাস্বত্ব অধিকার। আমরা যারা ভবিষ্যতে উদ্যোক্তা হতে চাই বা নতুন কিছু উদ্ভাবন করতে চাই, তাদের জন্য এই মেধাস্বত্ব অধিকার সম্পর্কে জ্ঞান থাকা অপরিহার্য। পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব মো. বেলাল হোসেন সেমিনারে রিসোর্স পারসন হিসেবে “শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানে বুদ্ধিবৃত্তিক সম্পত্তির কৌশলগত ব্যবস্থাপনা: উদ্ভাবন, সুরক্ষা ও বাণিজ্যিকীকরণে সফল দিকনির্দেশনা” সংক্রান্ত বিষয়ের ওপর বাস্তবভিত্তিক বিস্তারিত তথ্য-উপাত্ত তুলে ধরেন। তিনি বলেন, “আজকের বিশ্বে, যেখানে জ্ঞান এবং উদ্ভাবন অর্থনীতির মূল চালিকাশক্তি, সেখানে মেধাস্বত্বের ধারণা আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। সাহিত্য, শিল্প, বিজ্ঞান, প্রযুক্তি প্রতিটি ক্ষেত্রেই মানুষের মেধা ও সৃজনশীলতার ফসল সুরক্ষিত হওয়া প্রয়োজন।’
সেমিনারটি সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. জহির রায়হান। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ৬টি স্কুলের ডিনসহ সকল শিক্ষক বিশ্ব মেধাস্বত্ব দিবসের এ সেমিনারে অংশগ্রহণ করেন।
বিশ্ব মেধাস্বত্ব দিবস উদ্যাপন উপলক্ষে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে সোমবার (১২ মে) সকাল ১০ টায় ‘মেধাস্বত্ব অধিকার’ বিষয়ক এক সেমিনার গাজীপুর ক্যাম্পাসে সম্মেলন ও প্রশিক্ষণ কেন্দ্রের লেকচার গ্যালারিতে অনুষ্ঠিত হয়েছে।
বাউবির ইনস্টিটিশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত সেমিনারের উদ্বোধন করেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাঃ শামীম বলেন, ‘‘আজকের জ্ঞাননির্ভর অর্থনীতিতে বুদ্ধিবৃত্তিক সম্পত্তির অধিকার শিক্ষাপ্রতিষ্ঠানের সবচেয়ে মূল্যবান সম্পদগুলোর মধ্যে একটি। গবেষক, শিক্ষক এবং শিক্ষার্থীদের সৃজনশীল কাজগুলোকে সংরক্ষণ ও এর সুফল পাওয়ার জন্য ‘মেধাস্বত্ব অধিকার’ তথ্য-পেটেন্ট, কপিরাইট, ট্রেডমার্ক এবং ট্রেড সিক্রেটস-সম্পর্কে জানা ও বোঝা খুবই প্রয়োজন। উদ্ভাবন হচ্ছে একটি বিশ্ববিদ্যালয়ের প্রাণশক্তি, কিন্তু একটি শক্তিশালী মেধাস্বত্ব ব্যবস্থাপনা কৌশল ছাড়া যুগান্তকারী আবিষ্কারগুলো অব্যবহৃত থেকে যেতে পারে অথবা অপব্যবহারও হতে পারে। একটি জ্ঞানভিত্তিক সমাজ এবং উদ্ভাবনী অর্থনীতির বিকাশে মেধাস্বত্ব অধিকারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শক্তিশালী মেধাস্বত্ব সুরক্ষা ব্যবস্থা একটি দেশকে জ্ঞানভিত্তিক অর্থনীতির দিকে এগিয়ে যেতে সাহায্য করে। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় একটি বৃহত্তর জনগোষ্ঠীর কাছে জ্ঞান পৌঁছে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে। আমাদের শিক্ষক ও শিক্ষার্থীরা প্রতিনিয়ত নতুন জ্ঞান সৃষ্টি এবং উদ্ভাবনী ধারণার বিকাশে সক্রিয় ভূমিকা রাখছেন। এই প্রেক্ষাপটে, মেধাস্বত্ব অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর সুরক্ষা সম্পর্কে জ্ঞানদান অত্যন্ত জরুরি।’’
তিনি আরও বলেন, ‘বুদ্ধিভিত্তিক ব্যবস্থাপনা কেবল আইনি সুরক্ষার বিষয় নয়; বরং সচেতনতা এবং সক্রিয় ব্যবস্থাপনার সংস্কৃতি তৈরির মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলো যেন উদ্ভাবনকে উৎসাহিত করতে পারে এমন অভ্যন্তরীণ নীতি তৈরি করতে হবে। কার্যকর মেধাস্বত্ব ব্যবস্থাপনা বাণিজ্যিকীকরণের সম্ভাবনার দ্বারও উন্মুক্ত করে। কৌশলগত মেধাস্বত্ব ব্যবস্থাপনার মাধ্যমে জাতীয় উন্নয়ন এবং অর্থনৈতিক অগ্রগতিতে বিশ্ববিদ্যালয়ের ভূমিকাকেও শক্তিশালী করা এখন সময়ের দাবি মাত্র।’
সেমিনারে সভাপতিত্ব করেন বাউবির আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মো. সিরাজুল ইসলাম। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ‘উদ্ভাবন এবং সৃজনশীলতা একটি দেশের উন্নয়নের মূল ভিত্তি। আর এই উদ্ভাবন ও সৃজনশীলতাকে সুরক্ষা দেওয়ার আইনি হাতিয়ার হলো মেধাস্বত্ব অধিকার। আমরা যারা ভবিষ্যতে উদ্যোক্তা হতে চাই বা নতুন কিছু উদ্ভাবন করতে চাই, তাদের জন্য এই মেধাস্বত্ব অধিকার সম্পর্কে জ্ঞান থাকা অপরিহার্য। পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব মো. বেলাল হোসেন সেমিনারে রিসোর্স পারসন হিসেবে “শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানে বুদ্ধিবৃত্তিক সম্পত্তির কৌশলগত ব্যবস্থাপনা: উদ্ভাবন, সুরক্ষা ও বাণিজ্যিকীকরণে সফল দিকনির্দেশনা” সংক্রান্ত বিষয়ের ওপর বাস্তবভিত্তিক বিস্তারিত তথ্য-উপাত্ত তুলে ধরেন। তিনি বলেন, “আজকের বিশ্বে, যেখানে জ্ঞান এবং উদ্ভাবন অর্থনীতির মূল চালিকাশক্তি, সেখানে মেধাস্বত্বের ধারণা আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। সাহিত্য, শিল্প, বিজ্ঞান, প্রযুক্তি প্রতিটি ক্ষেত্রেই মানুষের মেধা ও সৃজনশীলতার ফসল সুরক্ষিত হওয়া প্রয়োজন।’
সেমিনারটি সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. জহির রায়হান। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ৬টি স্কুলের ডিনসহ সকল শিক্ষক বিশ্ব মেধাস্বত্ব দিবসের এ সেমিনারে অংশগ্রহণ করেন।
সভায় স্বাগত বক্তব্যে ডিসিসিআইয়ের ঊর্ধ্বতন সহসভাপতি রাজিব এইচ চৌধুরী বলেন, অর্থনীতির দ্রুতবর্ধনশীল ও সম্ভাবনাময় হালাল খাতের বৈশ্বিক বাজার আগামী ২০৩৪ সালের মধ্যে ৯ দশমিক ৪৫ ট্রিলিয়ন ডলারে উন্নীত হতে পারে। অথচ বাংলাদেশ মাত্র ৮৫০ মিলিয়ন ডলারের হালাল পণ্য রপ্তানি করে, যার বেশির ভাগ কৃষিভিত্তিক। হালাল
৭ ঘণ্টা আগেরপ্তানি করে না—এমন প্রতিষ্ঠান পাঁচটি শর্ত পূরণের মাধ্যমে প্রকৃত রপ্তানিকারকের কাছে পণ্য বা সেবা সরবরাহ করলে তা ‘প্রচ্ছন্ন রপ্তানি’ হিসেবে গণ্য হবে। সে ক্ষেত্রে মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট প্রযোজ্য হবে না বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
৮ ঘণ্টা আগেরিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান অনিল আম্বানির ঘনিষ্ঠ সহযোগী এবং রিলায়েন্স পাওয়ার লিমিটেডের জ্যেষ্ঠ কর্মকর্তা অশোক কুমার পাল গ্রেপ্তার হয়েছেন। ১৭ হাজার কোটি রুপির বেশি ব্যাংকঋণ জালিয়াতি এবং অর্থ পাচারের অভিযোগে আজ শনিবার তাঁকে গ্রেপ্তার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
১৬ ঘণ্টা আগেচীনের পণ্য আমদানিতে অতিরিক্ত ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বর্তমানে কার্যকর থাকা ৩০ শতাংশ শুল্কের ওপর এটি যোগ হবে। এর ফলে চীনা পণ্যের ওপর কার্যকর শুল্কের হার প্রায় ১৩০ শতাংশে পৌঁছাতে পারে। আগামী ১ নভেম্বর বা তার আগেই এই নতুন শুল্ক কার্যকর হতে পারে।
১৭ ঘণ্টা আগে