Ajker Patrika

সর্বোচ্চ নিরাপত্তার প্রতিশ্রুতি নিয়ে জিপিএইচ ইস্পাতের নতুন রড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সর্বোচ্চ নিরাপত্তার প্রতিশ্রুতি নিয়ে জিপিএইচ ইস্পাতের নতুন রড

দীর্ঘ গবেষণার পর দেশে প্রথমবারের মতো উচ্চশক্তি ও সর্বোচ্চ নিরাপত্তাসম্পন্ন নতুন রডের উৎপাদন শুরু করেছে জিপিএইচ ইস্পাত। প্রতিষ্ঠানটির দাবি, বাংলাদেশে এই প্রথম বিশ্বসেরা কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেস প্রযুক্তিতে তৈরি হচ্ছে স্টিল রি-বার রড। পাশাপাশি এতে নিশ্চিত করা হয়েছে আন্তর্জাতিক সব গুণগত মান। রাজধানীর একটি হোটেলে গতকাল শনিবার ৬০০ গ্রেডের এই রড বাজারজাত করার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

স্টিল রি-বার ধরনের রড বাজারের যেকোনো রডের তুলনায় বেশি শক্তিশালী। এটির ব্যবহারে সর্বোচ্চ ৩০ শতাংশ কম রঙের প্রয়োজন হবে। এটি পরিবহনে খরচ শ্রম ও ক্রেনের খরচও তুলনামূলক কম। এ ধরনের রডের ব্যবহারে কলামের সেকশন সাইজ কমিয়ে ফ্লোরের স্পেস বাড়ানো সম্ভব। ভবন নির্মাণে এটির ব্যবহারে স্ট্র্যাকচারে রি-বারের কনজেশন কমার ফলে কনস্ট্রাকশনের মান আরও উন্নত হবে ও বিল্ডিংয়ের ডেড লোড কমাবে। এর ভার বহন ও সাইক্লিক লোডিং সক্ষমতাও বেশি। ফলে ভূমিকম্পেও স্থাপনা থাকবে অধিক নিরাপদ। পরিবেশদূষণ কমাতেও সহায়ক ভূমিকা রাখবে রডটি।

বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের অধ্যাপক ড. রাকিব আহসানের নেতৃত্বে বুয়েটের পুরকৌশল বিভাগ রডটির স্ট্রাকচারাল পারফরম্যান্স নিয়ে গবেষণা করেছে। এ প্রসঙ্গে ড. রাকিব বলেন, ‘পুরকৌশল বিভাগের গবেষণায় দেখা যায়, কলাম ও বিমের প্র্যাকটিক্যাল টেস্ট থেকে পাওয়া ফলাফল সেফটি মার্জিন ধরে করা থিওরিটিক্যাল ক্যালকুলেশন থেকে প্রাপ্ত ফলাফলের চেয়ে বেশি।’

অনুষ্ঠানে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, জিপিএইচ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলমসহ অনেকে উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত