Ajker Patrika

‘অরেঞ্জ ক্লাব’ নামে লয়্যালটি প্রোগ্রাম চালু করল বাংলালিংক

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২১, ১৬: ২৮
‘অরেঞ্জ ক্লাব’ নামে লয়্যালটি প্রোগ্রাম চালু করল বাংলালিংক

বাংলালিংক গ্রাহকদের জন্য নতুন লয়্যালটি প্রোগ্রাম ‘অরেঞ্জ ক্লাব’ চালু করেছে ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক। কোনো ধরনের রেজিস্ট্রেশন ছাড়াই তিন মাসে কমপক্ষে ১৫০ টাকায় অরেঞ্জ ক্লাবের সাধারণ সদস্য হতে পারবেন বাংলালিংক গ্রাহকেরা। এই প্রোগ্রামের মাধ্যমে গ্রাহকেরা আকর্ষণীয় ছাড় ও বিভিন্ন সুবিধা পাবেন।

সিম ব্যবহারের সময় ও ব্যবহৃত সেবার ওপর ভিত্তি করে প্রোগ্রামটির সিলভার, গোল্ড, প্ল্যাটিনাম ও সিগনেচার টিয়ারের সুবিধা দেবে গ্রাহকদের। বাংলালিংকের সেবা ব্যবহার করে অর্জিত পয়েন্ট দিয়ে অরেঞ্জ ক্লাবের সদস্যেরা বাড়তি মোবাইল সেবা ও অন্যান্য সুবিধা পাবেন বলে জানানো হয়েছে।

বাংলালিংকের কাস্টমার লাইফ সাইকেল ম্যানেজমেন্ট ডিরেক্টর রফিক আহমেদ বলেন, গ্রাহকদের আরও উন্নত লয়্যালটি সেবা দেওয়ার লক্ষ্যে অরেঞ্জ ক্লাব চালু করা হয়েছে। বাংলালিংকের ওপর গ্রাহকেরা সব সময় আস্থা রেখেছেন এবং এ জন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। গ্রাহকদের জন্য আরও উন্নত সুযোগ-সুবিধা আনতে আমরা সব সময় চেষ্টা চালিয়ে যাচ্ছি।

মাই বিএল অ্যাপ (https://mybl.digital/App) এবং *১২১*৬# ডায়াল করে গ্রাহকেরা এই সুবিধা সম্পর্কে জানতে পারবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত