Ajker Patrika

জমে উঠছে পর্যটন মেলা ‘ট্রাভেল মার্ট’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৩ জুন ২০২২, ১৮: ৪২
জমে উঠছে পর্যটন মেলা ‘ট্রাভেল মার্ট’

দর্শনার্থীদের আনাগোনায় জমে উঠছে পর্যটন মেলা ‘ট্রিপলাভার ঢাকা ট্রাভেল মার্ট-২০২২’। আজ শুক্রবার মেলার দ্বিতীয় দিনে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে প্রথম দিনের তুলনায় মানুষের চাপ বেড়েছে।

বাংলাদেশ মনিটর আয়োজিত এই মেলার যাত্রা শুরু হয়েছে ২০০২ সালে। এবার মেলার ১৭তম আয়োজন তুলনামূলক অন্যবারের চেয়ে বেশি জমজমাট বলে মনে করেন সংশ্লিষ্টরা। আয়োজকেরা বলছেন, ‘করোনার পর এই পর্যটন মেলা মানুষের মধ্যে বেশ সাড়া ফেলেছে। এটি দেশের পর্যটন খাতের ইতিবাচক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ 

ট্রিপলাভার ঢাকা ট্রাভেল মার্টে ১৪ দেশের ৭০টির বেশি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। বৃহস্পতিবার শুরু হওয়া তিন দিনব্যাপী এই মেলা শেষ হবে শনিবার (৪ জুন)। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকছে। 

বৃহস্পতিবার শুরু হওয়া তিন দিনব্যাপী এ মেলা শেষ হবে শনিবার (৪ জুন)বাংলাদেশ মনিটরের হেড অব মার্কেটিং পিজুস বাগচী জানিয়েছেন, ‘মেলা শুরুর দিন বৃহস্পতিবার ৪ হাজারের বেশি দর্শনার্থী অংশ নিয়েছে। মেলার দ্বিতীয় দিন শুক্রবার ভিড় আরও বেশি। ট্রাভেল মার্ট মূলত পর্যটন ব্যবসায়ী ও ভ্রমণপিপাসু মানুষের মিলনমেলা হয়ে উঠছে।’

ঢাকা ট্রাভেল মার্ট ২০২২-এর টাইটেল স্পনসর অনলাইন ট্রাভেল এজেন্সি ট্রিপলাভার, কো-স্পনসর ইউএস-বাংলা এয়ারলাইনস। আকর্ষণীয় অফারের কারণে মেলার অন্য স্টলের চেয়ে তুলনামূলক বেশি ভিড় ছিল ইউএস-বাংলা এয়ারলাইনসের স্টলে। সেখানে কথা হয় দর্শনার্থী খন্দকার আশিকের সঙ্গে। তিনি জানান, ইউএস-বাংলার মালদ্বীপের অফারটি তার কাছে খুব আকর্ষণীয় মনে হয়েছে। তাই অফারটি নিতেই পর্যটন মেলায় এসেছেন। 

করোনা-পরবর্তী সময়ে বাংলাদেশি পর্যটকদের আগ্রহ তৈরি করার জন্য কক্সবাজার ও মালদ্বীপের দুটি রিটার্ন টিকিট কিনলেই দুই রাতের জন্য হোটেল ফ্রি অফার ঘোষণা করেছে ইউএস-বাংলা। এই অফার ৩০ জুন পর্যন্ত ইউএস-বাংলা এয়ারলাইনসের নিজস্ব যেকোনো সেলস কাউন্টার থেকে সংগ্রহ করা যাবে। এয়ারলাইনসটির মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম বলেন, ‘প্লেন টিকিটে হোটেল ফ্রি—বাংলাদেশে এমন অফার আগে কেউ দেয়নি। তাই অফারটি নিয়ে মানুষের আগ্রহ বেশি, ইতিমধ্যে মেলায় অনেকে এই অফারে টিকিট বুকিং দিয়েছেন।’ 

পর্যটন মেলায় একটি স্টল রয়েছে লারং বুটিকস রিসোর্টের। স্টলের দায়িত্বে থাকা জহিরুল আলম জানান, সাজেকে অবস্থিত নতুন রিসোর্টটি বেশ নান্দনিকভাবে তৈরি করা হয়েছে। মেলা উপলক্ষে রিসোর্টে রুম বুকিংয়ে ২০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। 

মালয়েশিয়ার স্বাস্থ্যসেবা ও ট্যুর প্যাকেজ নিয়ে মেলায় অংশ নিয়েছে মালয়েশিয়া হেলথ কেয়ার। এজেন্সিটির দায়িত্বে থাকা সাদিয়া জামান বলেন, ‘মালয়েশিয়ার উন্নত হাসপাতালে চিকিৎসাসেবা ও ট্যুর প্যাকেজে ৩০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছি। আর মেলায় আসা দর্শনার্থীদের বিনা মূল্যে রক্তের সুগার পরীক্ষা করানো হচ্ছে।’ 

বেসরকারি দেশি-বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে মেলায় অংশ নিয়েছে রাষ্ট্রীয় সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও বাংলাদেশ পর্যটন করপোরেশন। পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক (বিক্রয় উন্নয়ন ও জনসংযোগ) মো. জিয়াউল হক হাওলাদার বলেন, ‘করপোরেশনের হোটেল-মোটেল নিয়ে মেলায় আসা দর্শনার্থীদের অনেক আগ্রহ দেখছি। অনেকে খোঁজ-খবর নিয়ে গেছেন। কেউ কেউ বিশেষ অফারে রুম বুকিং দিয়েছেন।’ 

মেলার আয়োজক বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘করোনার কারণে পর্যটনশিল্পের যে ক্ষতি হয়েছে, এই মেলার মাধ্যমে তা অনেকটা কাটিয়ে ওঠা সম্ভব হবে। এই মেলার মাধ্যমে ইতিবাচক একটা পরিবর্তন আসবে দেশের সমগ্র পর্যটন খাতে। পর্যটন এজেন্সিগুলোর বিশেষ অফারে দেশের মানুষও ভ্রমণ করতে উৎসাহ পাবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত