Ajker Patrika

আইডা ২০২৩ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

আইডা ২০২৩ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

আর্কিটেকচার এবং ইন্টেরিয়র ডিজাইনার শিক্ষার্থীদের মাঝে আইডা (এশিয়াস ইয়াং ডিজাইনার অ্যাওয়ার্ড) ২০২৩ প্রতিযোগিতায় বাংলাদেশের অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। 

গত শনিবার (২ মার্চ) রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

এশিয়ার অন্যতম শীর্ষ পেইন্ট ব্র্যান্ড ‘নিপ্পন’ ২০০৮ সাল থেকে আর্কিটেকচার এবং ইন্টেরিয়র ডিজাইনারদের উৎসাহিত করতে আন্তর্জাতিকভাবে এই অ্যাওয়ার্ড চালু করেছে। বাংলাদেশের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতার সঙ্গে যুক্ত হন ২০১৬ সাল থেকে। এ বছর দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। 

২০২৩ সালের আইডা অ্যাওয়ার্ড প্রতিযোগিতায় আর্কিটেকচার ক্যাটাগরিতে গোল্ড পুরস্কার পেয়েছেন সোনারগাঁও ইউনিভার্সিটির সাখাওয়াত হোসেন এবং সিলভার পুরস্কার পেয়েছেন রুয়েটের ফজলে রাব্বি। 

ইন্টেরিয়র ডিজাইনার ক্যাটাগরিতে গোল্ড পুরস্কার পেয়েছেন রুয়েটের সুমাইয়া বিনতে জামান এবং সিলভার পুরস্কার পেয়েছেন শান্ত–মারিয়াম ইউনিভার্সিটির জোসেফ অ্যালেক্স গোমেজ। 

উভয় ক্যাটাগরিতে গোল্ড পুরস্কার বিজয়ীরা সার্টিফিকেটের পাশাপাশি ৫০ হাজার টাকা এবং সিলভার বিজয়ীরা ২৫ হাজার টাকা প্রাইজমানি হিসেবে পেয়েছেন। বিজয়ীরা এ বছর ভারতের চেন্নাইয়ে এশিয়া ইয়ং ডিজাইনার অ্যাওয়ার্ড সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। 

বাংলাদেশসহ ১৮টি দেশের ৩৬ জন প্রতিযোগীর মধ্যে উভয় বিভাগের আন্তর্জাতিক গোল্ডবিজয়ী প্রতিযোগিরা হার্ভার্ড ডিজাইন ডিসকভারি সামার প্রোগামে ৩ সপ্তাহের জন্য অংশগ্রহণের সুযোগ পাবেন। ফ্লাইট, খাবার ভাতা এবং বাসস্থান সুবিধাও দেওয়া হবে, যার মূল্যমান ১০ হাজার মার্কিন ডলার। 

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বুয়েটের স্থাপত্যবিদ্যার প্রাক্তন অধ্যাপক এবং সিলেটের লিডিং ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ড. কাজী আজিজুল মওলা, তানিয়া করিম এন. আর. খান অ্যান্ড অ্যাসোসিয়েটসের পার্টনার নূরুর রহমান খান, নকশাবিদ আর্কিটেক্টের প্রধান স্থপতি বায়োজিদ মাহবুব খন্দকার এবং শান্ত–মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির সহযোগী অধ্যাপক এ. এফ. এম. মহিউদ্দিন আখন্দ উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে নিপ্পন পেইন্ট (বাংলাদেশ) প্রাইভেট লিমিটেডের পক্ষে ডিজিএম (মার্কেটিং) রাজেশ সরকার বলেন, ‘১৪২ বছর পুরোনো প্রতিষ্ঠান নিপ্পন পেইন্ট বিশ্বে ৪র্থ এবং এশিয়া–প্যাসেফিক অঞ্চলে শীর্ষ কালার কোডিং সলিউশন প্রতিষ্ঠান। কনভারজ: চ্যাম্পিয়নিং পারপোজফুল ডিজাইন থিম নিয়ে নিপ্পন পেইন্ট বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার এবং ইন্টেরিয়র ডিজাইনিং বিভাগের শিক্ষার্থীদের জন্য এশিয়া ইয়াং ডিজাইনার অ্যাওয়ার্ডস ২০২৩ প্রতিযোগিতা শুরু করেছিল।’

তিনি জানান, শিক্ষার্থীদের পাশাপাশি নিপ্পন পেইন্ট প্রফেশনালদের জন্য আর্কিটেকচার এবং ইন্টেরিয়র প্রফেশনালদের জন্য ক্রিয়েটিভ কালার অ্যাওয়ার্ড ২০২৪ শুরু করেছে। ১২ এপ্রিলের মধ্যে প্রজেক্ট সাবমিশন দেওয়ার সুযোগ রয়েছে। যেখানে সর্বোচ্চ ৫ হাজার ডলার পুরস্কার জয়ের সুযোগ থাকছে। 

নিপ্পন পেইন্ট বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের পক্ষে এ সময় কোম্পানির মার্কেটিং ম্যানেজার রবিন মিয়া, ম্যানেজার (এইচআর অ্যান্ড অ্যাডমিন) খালিদ আহমেদ সিদ্দিকি, ফিন্যান্স ম্যানেজার সালাহউদ্দিন মাহমুদ ও মার্কেটিং এক্সিকিউটভ আনিকা আহসান রিসতাসহ প্রতিষ্ঠানের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

এপিএসের বেতন ১ বছরে বেড়েছে ১৮ বছরের সমান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত