ব্যাংকিং খাতে সর্বোচ্চ করদাতার স্বীকৃতি পেয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশ। সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক ২০২০-২০২১ করবর্ষে ব্যাংকিং বিভাগে সর্বোচ্চ করদাতার স্বীকৃত পায় ব্যাংকটি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, এক অনুষ্ঠানে বাংলাদেশের কর প্রশাসনের সর্বোচ্চ কর্তৃপক্ষ হিসেবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) দেশের উন্নয়নে মডেল করদাতাদের অসামান্য অবদানের জন্য শীর্ষ করদাতা হিসেবে ১৪১ জন ব্যক্তি ও কোম্পানিকে ট্যাক্স কার্ড হস্তান্তর করে। স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের কনজিউমার, প্রাইভেট অ্যান্ড বিজনেস ব্যাংকিং বিভাগের প্রধান সাব্বির আহমেদ ব্যাংকের পক্ষে সর্বোচ্চ করদাতার পুরস্কার গ্রহণ করেন।
স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা নাসের এজাজ বিজয় বলেন, ‘এই স্বীকৃতি বাংলাদেশের অগ্রগতির অংশীদার হিসেবে আমাদের অঙ্গীকারের প্রমাণ। আমরা বহু বছর ধরে ধারাবাহিকভাবে ব্যাংকিং সেক্টরে সর্বোচ্চ করদাতাদের একজন। এই স্বীকৃতির মাধ্যমে করদাতাদের উৎসাহিত করার জন্য জাতীয় রাজস্ব বোর্ডকে আমাদের আন্তরিক অভিনন্দন। আমরা বিশ্বাস করি যে, এনবিআর এবং বেসরকারি খাত এক সাথে কাজ করে রাজস্ব নীতিকে আরও সহজ করার মাধ্যমে রাজস্ব আয়ে সুশাসন নিশ্চিত করবে, যা ট্যাক্স টু জিডিপি রেশিও বৃদ্ধি করবে এবং বাংলাদেশকে তার প্রবৃদ্ধির গতিপথে আরও এগিয়ে নিয়ে যাবে।’
দীর্ঘ ১১৭ বছরের বেশি সময় ধরে বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। বিদ্যুৎ, জ্বালানি, পরিবহন এবং নগর উন্নয়নে বিনিয়োগ সুবিধা প্রদানের মাধ্যমে দেশের অগ্রগতিতে ভূমিকা রাখতে ব্যাংকটি প্রতিজ্ঞাবদ্ধ। একই সাথে রিটেইল ফাইন্যান্সিংয়ে শক্তিশালী অবস্থানে এবং কার্ড ব্যবহার বৃদ্ধি, ইন্টারনেট ব্যাংকিং ব্যবহারকারী বাড়ানোর জন্য ধারাবাহিক প্রচেষ্টাসহ বেশ কিছু উদ্ভাবনী পণ্য নিয়ে এসেছে যার মাধ্যমে উন্নয়নের অগ্রযাত্রায় ভূমিকা রেখে যাচ্ছে।
ব্যাংকিং খাতে সর্বোচ্চ করদাতার স্বীকৃতি পেয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশ। সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক ২০২০-২০২১ করবর্ষে ব্যাংকিং বিভাগে সর্বোচ্চ করদাতার স্বীকৃত পায় ব্যাংকটি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, এক অনুষ্ঠানে বাংলাদেশের কর প্রশাসনের সর্বোচ্চ কর্তৃপক্ষ হিসেবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) দেশের উন্নয়নে মডেল করদাতাদের অসামান্য অবদানের জন্য শীর্ষ করদাতা হিসেবে ১৪১ জন ব্যক্তি ও কোম্পানিকে ট্যাক্স কার্ড হস্তান্তর করে। স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের কনজিউমার, প্রাইভেট অ্যান্ড বিজনেস ব্যাংকিং বিভাগের প্রধান সাব্বির আহমেদ ব্যাংকের পক্ষে সর্বোচ্চ করদাতার পুরস্কার গ্রহণ করেন।
স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা নাসের এজাজ বিজয় বলেন, ‘এই স্বীকৃতি বাংলাদেশের অগ্রগতির অংশীদার হিসেবে আমাদের অঙ্গীকারের প্রমাণ। আমরা বহু বছর ধরে ধারাবাহিকভাবে ব্যাংকিং সেক্টরে সর্বোচ্চ করদাতাদের একজন। এই স্বীকৃতির মাধ্যমে করদাতাদের উৎসাহিত করার জন্য জাতীয় রাজস্ব বোর্ডকে আমাদের আন্তরিক অভিনন্দন। আমরা বিশ্বাস করি যে, এনবিআর এবং বেসরকারি খাত এক সাথে কাজ করে রাজস্ব নীতিকে আরও সহজ করার মাধ্যমে রাজস্ব আয়ে সুশাসন নিশ্চিত করবে, যা ট্যাক্স টু জিডিপি রেশিও বৃদ্ধি করবে এবং বাংলাদেশকে তার প্রবৃদ্ধির গতিপথে আরও এগিয়ে নিয়ে যাবে।’
দীর্ঘ ১১৭ বছরের বেশি সময় ধরে বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। বিদ্যুৎ, জ্বালানি, পরিবহন এবং নগর উন্নয়নে বিনিয়োগ সুবিধা প্রদানের মাধ্যমে দেশের অগ্রগতিতে ভূমিকা রাখতে ব্যাংকটি প্রতিজ্ঞাবদ্ধ। একই সাথে রিটেইল ফাইন্যান্সিংয়ে শক্তিশালী অবস্থানে এবং কার্ড ব্যবহার বৃদ্ধি, ইন্টারনেট ব্যাংকিং ব্যবহারকারী বাড়ানোর জন্য ধারাবাহিক প্রচেষ্টাসহ বেশ কিছু উদ্ভাবনী পণ্য নিয়ে এসেছে যার মাধ্যমে উন্নয়নের অগ্রযাত্রায় ভূমিকা রেখে যাচ্ছে।
আমদানিকারক আব্দুস সামাদ জানান, তিনি বাণিজ্য মন্ত্রণালয় থেকে ৭ হাজার টন চাল আমদানির অনুমতি পেয়েছেন। এর মধ্যে ৬ হাজার টন সেদ্ধ চাল ও ১ হাজার টন আতপ চাল। শুল্কমুক্ত সুবিধায় প্রথম চালানে তিনি ৩১৫ টন চাল আমদানি করেছেন। তাঁর আমদানি খরচ কেজিতে সব মিলিয়ে ৫০ টাকা ৫০ পয়সার মতো পড়েছে।
১০ ঘণ্টা আগেপুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠানের সাম্প্রতিক চিত্র ভয়াবহ। ২৩টি প্রতিষ্ঠানের মধ্যে চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ে ১২টি প্রতিষ্ঠানই লোকসানে ডুবে গেছে, যার পরিমাণ ছাড়িয়েছে এক হাজার কোটি টাকা। অপর দিকে মুনাফায় থাকা প্রতিষ্ঠান মাত্র ছয়টি, তবে তাদের মোট আয় ২০০ কোটির ঘরও পেরোয়নি।
১ দিন আগেশরিয়াহ পরিচালিত পাঁচ দুর্বল ব্যাংক একীভূতকরণের প্রাথমিক প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। এ লক্ষ্যে ব্যাংকগুলোর ফরেনসিক অডিট শেষ হয়েছে, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও চেয়ারম্যানদের নিয়ে কয়েক দফা বৈঠকও অনুষ্ঠিত হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী অক্টোবরে চুক্তির মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে...
১ দিন আগেভারতের একের পর এক নিষেধাজ্ঞায় স্থলপথে রপ্তানি বাণিজ্যে ধস নেমেছে। বেনাপোল বন্দরে স্বাভাবিক সময়ে প্রতিদিন গড়ে ২৫০ ট্রাক পণ্য রপ্তানি হলেও বর্তমানে তা নেমে এসেছে ৩০ ট্রাকের নিচে। সংশ্লিষ্টরা বলছেন, এ প্রবণতা অব্যাহত থাকলে রপ্তানিতে বড় ধরনের সংকট তৈরি হবে।
১ দিন আগে