Ajker Patrika

সোমবার থেকে ব্যাংক লেনদেন ১০টা থেকে ৩ টা

নিজস্ব প্রতিবেদক
সোমবার থেকে ব্যাংক লেনদেন ১০টা থেকে ৩ টা

ঢাকা: চলমান বিধিনিষেধ ও লকডাউন বৃদ্ধির পরিপ্রেক্ষিতে আগের মতো সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংকগুলো। তবে বিধিনিষেধের আগামী সাতদিন অর্থাৎ ৬ জুন পর্যন্ত লেনদেন ও ব্যাংক খোলা রাখার সময় আরও আধা ঘণ্টা বাড়ানো হয়েছে।

ব্যাংকগুলোতে আগামীকাল সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত লেনদেন চলবে। এছাড়া লেনদেন-পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম শেষ করার জন্য ব্যাংকের শাখা বিকেল সাড়ে ৪টা পর্যন্ত খোলা থাকবে।

আজ রোববার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত ‘করোনাভাইরাস সংক্রমণ রোধকল্পে সরকার কর্তৃক আরোপিত বিধিনিষেধের মধ্যে ব্যাংকিং কার্যক্রম প্রসঙ্গে’একটি নির্দশনা জারি করা হয়েছে।

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকার কর্তৃক আরোপিত বিধিনিষেধের সময়ে ব্যাংকিং কার্যক্রম খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনায় বলা হয়েছে, করোনাভাইরাসের বিস্তার রোধে সরকার ঘোষিত বিধিনিষেধের মধ্যে সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম অব্যাহত রাখার লক্ষ্যে আগামী ৬ জুন পর্যন্ত সীমিত পর্যায়ে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে।

এসময় দৈনিক ব্যাংকিং লেনদেনের সময়সুচী হবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম সম্পাদনের জন্য সংশ্লিষ্ট ব্যাংক শাখা এবং প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগ বিকেল সাড়ে ৪টা পর্যন্ত খোলা রাখা যাবে।

আগের মতো প্রতিটি ব্যাংকের উপজেলা শহরের একটি শাখা খোলা থাকবে। বৃহস্পতিবার, রোববার ও মঙ্গলবার এবং সিটি করপোরেশনের এলাকার দুই কিলোমিটারের মধ্যে একটি শাখা প্রতি কর্মদিবস খোলা রাখতে হবে।

দেশে করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত চলমান বিধিনিষেধের মেয়াদ আরও সাত দিন বাড়ানো হয়েছে। ফলে ৬ জুন পর্যন্ত বিধিনিষেধ বহাল থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত