দেশের সকল নাগরিকের সম-অধিকার নিশ্চিত করতে হলে তরুণ নেতৃত্বের কোনো বিকল্প নেই বলে মত দিয়েছেন খুলনার এক আলোচনা সভায় উপস্থিত শিক্ষক-শিক্ষার্থী, নাগরিক সমাজের প্রতিনিধি ও বিশিষ্টজনেরা। এ ছাড়া দেশের ইতিবাচক পরিবর্তনের জন্য সবাইকে নিজ অবস্থান থেকে কথা বলার আহ্বান জানিয়েছেন তাঁরা।
গত রোববার খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে আয়োজিত ‘নাগরিক সেবার মান উন্নয়নে তারুণ্যের প্রত্যাশা ও সুপারিশ’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা। ইউএসএআইডি’র অর্থায়নে ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের আয়োজনে ‘আমিও জিততে চাই’ ক্যাম্পেইনের আওতায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় খুলনা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের প্রধান সারা মোনামি হোসেন বলেন, ‘তরুণেরাই পারে দেশের পরিবর্তন আনতে, তরুণদের প্রত্যাশা পূরণ করতে সমাজের সবাইকে কাজ করতে হবে। সেই সঙ্গে, তরুণদেরও ব্যক্তিগত স্বার্থ ত্যাগ করে সৎ এবং মানবিক গুনসম্পন্ন হতে হবে।’ এ সময়, একটি সমৃদ্ধ দেশ গড়তে সরকারি ও বেসরকারি খাতসহ ব্যক্তিগতভাবে সবার অংশগ্রহণ জরুরি বলে তিনি মন্তব্য করেন।
এ সময় খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল কবির বলেন, তরুণদের নেতৃত্বে বাংলাদেশে নতুন দিগন্তের সূচনা হয়েছে। এই পরিবর্তনকে আরও সামনের দিকে এগিয়ে নিতে হবে। বাংলাদেশর প্রত্যেক নাগরিকের যেন সমান অধিকার নিশ্চিত হয়, সে জন্য তরুণদের কাজ করতে হবে।
সমস্যা সমাধান ও অধিকার আদায়ে সবাইকে কথা বলার আহ্বান জানিয়ে খুলনার ছাত্র-প্রতিনিধি সাইফ নেওয়াজ বলেন, সামাজিক কিংবা নাগরিক অধিকার আদায়ে সকলকে সম্মিলিত স্বরে আওয়াজ তুলতে হবে। দুর্নীতি-অনিয়ম যদি কোনোভাবে নাগরিক জীবনযাপনে বাধার তৈরি করে তা রুখে দিতে সকলের এক হওয়া ছাড়া কোনো উপায় নেই।
সমাজ পরিবর্তনে তরুণদের প্রাণ শক্তিকে কাজে লাগানোর মাধ্যমেই বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে বলে সভায় মন্তব্য করেন নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলোজি’র প্রভাষক মো. মতিউর রহমান।
ইউএসএআইডির স্ট্রেনদেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ (এসপিএল) প্রকল্পের আওতায় ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ‘আমিও জিততে চাই’ ক্যাম্পেইনের মাধ্যমে সারা দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও জেলায় আলোচনা, নাট্য প্রদর্শনী, বিতর্ক প্রতিযোগিতাসহ নানা কর্মসূচি পরিচালনা করছে। ক্যাম্পেইনটির আওতায় ওয়েবসাইটের মাধ্যমে গ্রহণ করা হচ্ছে নাগরিকদের দাবি ও মতামত।
অনুষ্ঠানে আলোচনা সভা ছাড়াও ইন্টারেকটিভ থিয়েটার, কুইজ ও ভিডিও মেসেজ প্রতিযোগিতা এবং ক্যাম্পেইনের রিল প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এ সময় অংশগ্রহণকারীরা সমকালীন বিভিন্ন ইস্যুর সমাধান নিয়ে তাদের মতামত তুলে ধরেন। প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
এ সময় আরও উপস্থিত ছিলেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের খুলনা রিজিওনের সিনিয়র ম্যানেজার রুবায়েত হাসান, প্রতিষ্ঠানটির সিনিয়র প্রোগ্রাম অফিসার আশরুপা হক চৌধুরী ও কমিউনিকেশন অফিসার সোহরাব হোসেন প্রমুখ।
দেশের সকল নাগরিকের সম-অধিকার নিশ্চিত করতে হলে তরুণ নেতৃত্বের কোনো বিকল্প নেই বলে মত দিয়েছেন খুলনার এক আলোচনা সভায় উপস্থিত শিক্ষক-শিক্ষার্থী, নাগরিক সমাজের প্রতিনিধি ও বিশিষ্টজনেরা। এ ছাড়া দেশের ইতিবাচক পরিবর্তনের জন্য সবাইকে নিজ অবস্থান থেকে কথা বলার আহ্বান জানিয়েছেন তাঁরা।
গত রোববার খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে আয়োজিত ‘নাগরিক সেবার মান উন্নয়নে তারুণ্যের প্রত্যাশা ও সুপারিশ’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা। ইউএসএআইডি’র অর্থায়নে ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের আয়োজনে ‘আমিও জিততে চাই’ ক্যাম্পেইনের আওতায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় খুলনা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের প্রধান সারা মোনামি হোসেন বলেন, ‘তরুণেরাই পারে দেশের পরিবর্তন আনতে, তরুণদের প্রত্যাশা পূরণ করতে সমাজের সবাইকে কাজ করতে হবে। সেই সঙ্গে, তরুণদেরও ব্যক্তিগত স্বার্থ ত্যাগ করে সৎ এবং মানবিক গুনসম্পন্ন হতে হবে।’ এ সময়, একটি সমৃদ্ধ দেশ গড়তে সরকারি ও বেসরকারি খাতসহ ব্যক্তিগতভাবে সবার অংশগ্রহণ জরুরি বলে তিনি মন্তব্য করেন।
এ সময় খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল কবির বলেন, তরুণদের নেতৃত্বে বাংলাদেশে নতুন দিগন্তের সূচনা হয়েছে। এই পরিবর্তনকে আরও সামনের দিকে এগিয়ে নিতে হবে। বাংলাদেশর প্রত্যেক নাগরিকের যেন সমান অধিকার নিশ্চিত হয়, সে জন্য তরুণদের কাজ করতে হবে।
সমস্যা সমাধান ও অধিকার আদায়ে সবাইকে কথা বলার আহ্বান জানিয়ে খুলনার ছাত্র-প্রতিনিধি সাইফ নেওয়াজ বলেন, সামাজিক কিংবা নাগরিক অধিকার আদায়ে সকলকে সম্মিলিত স্বরে আওয়াজ তুলতে হবে। দুর্নীতি-অনিয়ম যদি কোনোভাবে নাগরিক জীবনযাপনে বাধার তৈরি করে তা রুখে দিতে সকলের এক হওয়া ছাড়া কোনো উপায় নেই।
সমাজ পরিবর্তনে তরুণদের প্রাণ শক্তিকে কাজে লাগানোর মাধ্যমেই বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে বলে সভায় মন্তব্য করেন নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলোজি’র প্রভাষক মো. মতিউর রহমান।
ইউএসএআইডির স্ট্রেনদেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ (এসপিএল) প্রকল্পের আওতায় ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ‘আমিও জিততে চাই’ ক্যাম্পেইনের মাধ্যমে সারা দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও জেলায় আলোচনা, নাট্য প্রদর্শনী, বিতর্ক প্রতিযোগিতাসহ নানা কর্মসূচি পরিচালনা করছে। ক্যাম্পেইনটির আওতায় ওয়েবসাইটের মাধ্যমে গ্রহণ করা হচ্ছে নাগরিকদের দাবি ও মতামত।
অনুষ্ঠানে আলোচনা সভা ছাড়াও ইন্টারেকটিভ থিয়েটার, কুইজ ও ভিডিও মেসেজ প্রতিযোগিতা এবং ক্যাম্পেইনের রিল প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এ সময় অংশগ্রহণকারীরা সমকালীন বিভিন্ন ইস্যুর সমাধান নিয়ে তাদের মতামত তুলে ধরেন। প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
এ সময় আরও উপস্থিত ছিলেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের খুলনা রিজিওনের সিনিয়র ম্যানেজার রুবায়েত হাসান, প্রতিষ্ঠানটির সিনিয়র প্রোগ্রাম অফিসার আশরুপা হক চৌধুরী ও কমিউনিকেশন অফিসার সোহরাব হোসেন প্রমুখ।
অর্থ উপদেষ্টা সাংবাদিকদের বলেন, ‘আমাকে একজন বলেছেন, স্যার, আপনি একটা পেপার লেখেন, একটা ফার্ম ২০ হাজারজনের জবাব দিয়ে দেবে কালকের মধ্যে। তবে দারিদ্র্য নিয়ে আমাদের চ্যালেঞ্জ আছে, এটা আমি স্বীকার করি।’
৩৩ মিনিট আগেবাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, ‘সৌদি আরবের সঙ্গে আমাদের রাজনৈতিক, ধর্মীয় ও সাংস্কৃতিক সম্পর্ক অনেক পুরোনো ও দৃঢ়। তবে অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে আরও গভীরতা আনা প্রয়োজন। এ ক্ষেত্রে আমরা এখনো যথেষ্ট পরিমাণে কাজ করিনি। যেমন—বাণিজ্য, অর্থনীতি, আর্থিক লেনদেন ব্যবস্থা ও শ্রমবাজারের...
১ ঘণ্টা আগে‘দেশে এখনো টেকসই ও জবাবদিহিমূলক শাসনব্যবস্থা ‘গড়ে ওঠেনি’ মন্তব্য করে পরিকল্পনা উপদেষ্টা বলেন, ‘স্বাধীনতার অর্ধশতাব্দী পেরিয়ে গেলেও এখনো আমরা এমন একটি স্থায়ী রাজনৈতিক কাঠামো গড়তে পারিনি, যা জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিত করে। ফলে বর্তমান বাস্তবতায় কিছু মৌলিক ও সীমিত লক্ষ্য অর্জনই এখন প্রধান উদ্দেশ্য হয়ে
৪ ঘণ্টা আগেকিছুদিন ধরে প্রতি ভরি সোনার দাম ২ লাখ টাকার মাইলফলকের খুব কাছাকাছি ঘোরাফেরা করছিল। অবশেষে দেশের ইতিহাসে সর্বোচ্চ দর ছুঁয়ে ফেলল মূল্যবান এই ধাতু। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) গতকাল সোমবার সন্ধ্যায় মূল্যবৃদ্ধির এই ঘোষণা দেয়। নতুন এই দর আজ মঙ্গলবার থেকে সারা দেশে কার্যকর হয়েছে।
৮ ঘণ্টা আগে