Ajker Patrika

নগদ পেমেন্টে ভিসতা টিভি কিনলেই ২২% ক্যাশব্যাক

আপডেট : ০১ অক্টোবর ২০২২, ১৬: ৩১
নগদ পেমেন্টে ভিসতা টিভি কিনলেই ২২% ক্যাশব্যাক

যেকোনো নগদ অ্যাকাউন্ট ব্যবহারকারী ভিসতা অ্যান্ড্রয়েড টেলিভিশন কিনে নগদ ওয়ালেটের মাধ্যমে পেমেন্ট করলেই গ্রাহকেরা পাবেন ২২ শতাংশ ক্যাশব্যাক। অফারটি আজ (১ অক্টোবর) থেকে শুরু হয়েছে। চলবে ৩০ অক্টোবর পর্যন্ত। একজন গ্রাহক যতবার ইচ্ছা, এই সুবিধা নিতে পারবেন।

এ বিষয়ে গত বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বনানীতে ‘নগদ’-এর প্রধান কার্যালয়ে ভিসতা ইলেকট্রনিকস ও নগদের মধ্যে একটি সমঝোতা চুক্তি হয়। প্রতিষ্ঠানটি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

চুক্তিতে স্বাক্ষর করেছেন ভিসতা ইলেকট্রনিকসের পরিচালক চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন এবং ‘নগদ’-এর চিফ কমার্শিয়াল অফিসার সাদাত আদনান আহমদ। এ সময় আরও উপস্থিত ছিলেন ভিসতা ইলেকট্রনিকসের ব্যবস্থাপনা পরিচালক মো. লোকমান হোসেন আকাশ, পরিচালক উদয় হাকিম, ডেপুটি ব্র্যান্ড ম্যানেজার হায়দারুজ্জামান সুজন, করপোরেট অ্যাফেয়ার্স অফিসার পলাশ মধু, রাকিব ভূঁইয়া, আলি হায়দার খান প্রমুখ।

নগদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন হেড অব পেমেন্ট মোহাম্মদ মাহবুব সোবহান, হেড অব অফলাইন পেমেন্টস সাদাত মাইনুদ্দিন, সিনিয়র বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার সাজ্জাদুল ইসলাম সানি, ক্যাম্পেইন কো-অর্ডিনেটর মো. সাইফ রেজা খান।

ভিসতার পরিচালক উদয় হাকিম জানান, নিম্নমানের ইলেকট্রনিক পণ্য উচ্চদামে কিনে ঠকছেন বাংলাদেশের ক্রেতারা। বিষয়টি মাথায় রেখে সাশ্রয়ী মূল্যে শীর্ষ মানের পণ্য বাংলাদেশে উৎপাদন ও বিপণন করছে ভিসতা।

পূজা, ক্রিকেট ও ফুটবল বিশ্বকাপ উপলক্ষে এই অফার ক্রেতাদের জন্য বড় সুযোগ বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে বড় পর্দার টেলিভিশনের প্রতি ক্রেতাদের আকৃষ্ট করতেই ভিসতার এই অফার।

ভিসতা ইলেকট্রনিকস লিমিটেডের অফিশিয়াল ওয়েবসাইট থেকে ক্রেতারা ভিসতা টিভি কিনতে পারবেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত