Ajker Patrika

মানি লন্ডারিং প্রতিরোধে বার্ষিক সেমিনার আয়োজন বিকাশের

সেমিনারে অ্যান্টি মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন বিষয়ে কমপ্লায়েন্সের বিভিন্ন দিক বিশ্লেষণ করা হয় এবং সিস্টেম ও সলিউশনের সাম্প্রতিক অগ্রগতি সম্পর্কে অবহিত করা হয়।
সেমিনারে অ্যান্টি মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন বিষয়ে কমপ্লায়েন্সের বিভিন্ন দিক বিশ্লেষণ করা হয় এবং সিস্টেম ও সলিউশনের সাম্প্রতিক অগ্রগতি সম্পর্কে অবহিত করা হয়।

মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন (এএমএল-সিএফটি) প্রতিরোধে নিয়োজিত কর্মকর্তাদের দক্ষতা আরও বাড়াতে দুই দিনব্যাপী বার্ষিক সেমিনার আয়োজন করেছে দেশের বৃহত্তম মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ। বর্তমানে কমপ্লায়েন্স চ্যালেঞ্জগুলো কী কী, নতুন পণ্য ও সেবার ব্যবহার এবং এ বছরের কাজের মূল্যায়ন নিয়ে আলোচনা করা হয় এই সেমিনারে। পাশাপাশি, আগামী বছরগুলোতেও গ্রাহক ও অংশীজনদের জন্য বিকাশের সব কার্যক্রমে কমপ্লায়েন্স ও নিয়মনীতি মেনে চলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। সেমিনারে বিকাশের এএমএল-সিএফটি বিভাগের ঢাকাসহ সারা দেশের আঞ্চলিক পর্যায়ের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

গত বুধ ও বৃহস্পতিবার ঢাকায় আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিকাশের চিফ এক্সিকিউটিভ অফিসার কামাল কাদীর, চিফ এক্সটার্নাল অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স অফিসার ও চিফ অ্যান্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার মেজর জেনারেল শেখ মো. মনিরুল ইসলামসহ (অব.) ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সেমিনারে অ্যান্টি মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন বিষয়ে কমপ্লায়েন্সের বিভিন্ন দিক বিশ্লেষণ করা হয় এবং সিস্টেম ও সলিউশনের সাম্প্রতিক অগ্রগতি সম্পর্কে অবহিত করা হয়।

রিপোর্টিং অর্গানাইজেশন হিসেবে বিকাশ নিয়ন্ত্রণকারী সংস্থার নির্দেশনা অনুসারে দেশের বিভিন্ন অঞ্চলে কমপ্লায়েন্স টিম নিয়োগ করেছে। প্রতিষ্ঠানটি নিয়মিতভাবে অ্যান্টি মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধের পাশাপাশি ঝুঁকিমুক্ত লেনদেন নিশ্চিতে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে থাকে।

বিকাশ বিশেষ কাস্টমাইজড কমপ্লায়েন্স টুল ‘এএমএল ৩৬০ ফাইন্যান্সিয়াল ক্রাইম ইনভেস্টিগেশন সলিউশন’ ও স্ক্রিনিং ইনটেলিজেন্স সিস্টেমের (এসআইএস) মাধ্যমে যেকোনো ধরনের সন্দেহজনক লেনদেন শনাক্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে এমএফএস খাতে অগ্রণী ভূমিকা পালন করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত