Ajker Patrika

পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা

পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা

পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড-এর ২৬ তম বার্ষিক সাধারণ সভা আজ সোমবার অনুষ্ঠিত হয়েছে। কোম্পানির চেয়ারম্যান এম আনিস উদ দৌলা-এর সভাপতিত্বে ডিজিটাল প্ল্যাটফর্মে এ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় কোম্পানির পরিচালক তপন চৌধুরী, এ. কে. এম. রহমতউল্লাহ্ এমপি, আলমগীর সামসুল আলামিন, সিলভানা সিকদার, ফাহামা খান, রোজিনা আফরোজ, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নজর “ল ইসলাম (অবঃ) বীর প্রতীক এম পি, এম. মোকাম্মেল হক এবং সিইও (চলতি দায়িত্ব) জনাব এস. এম. মিযানুর রহমান, সিএফও জনাব ধ্রুব কুমার গুহসহ উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডারবৃন্দ অনলাইনে সংযুক্ত ছিলেন।

 ২০২১ সালে কোম্পানি প্রিমিয়াম আয় করেছে ২৮৬.৯২ কোটি টাকা এবং কর পরবর্তী মুনাফা অর্জন করেছে ৫৮.৬৬ কোটি টাকা। সভায় ২০২১ সালের জন্য ৩৫% ডিভিডেন্ড (২৫% ক্যাশ এবং ১০% স্টক) অনুমোদন করা হয়। কোম্পানির সামগ্রিক সাফল্যের জন্য অনলাইনে শেয়ারহোল্ডারবৃন্দ সন্তোষ প্রকাশ করেন।

চেয়ারম্যান পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দের পক্ষ থেকে সকল শেয়ারহোল্ডারবৃন্দকে তাঁদের সর্বাত্মক সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। তিনি কোম্পানির সার্বিক সাফল্যের জন্য কোম্পানির সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীগণের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও তাঁদের এ প্রচেষ্টা অব্যাহত রাখার পরামর্শ দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত