Ajker Patrika

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে বিশ্ব শান্তি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে বিশ্ব শান্তি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত। ছবি: সংগৃহীত
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে বিশ্ব শান্তি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত। ছবি: সংগৃহীত

নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) সেন্টার ফর পিস স্টাডিজ (সিপিএস) ও অফিস অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স (ওইএ) ‘রিভিজিটিং দ্য গ্লোবাল সাউথস কন্ট্রিবিউশন টু গ্লোবাল পিস-এ্যা ফরাসি পার্সপেক্টিভ’ শীর্ষক এক সেমিনারের আয়োজন করে। গতকাল রোববার ফ্রান্সের ঢাকাস্থ দূতাবাসের সহযোগিতায় এই সেমিনার অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক ও শিক্ষার্থী অংশগ্রহণে বিশ্ব পর্যায়ে শান্তি ও স্থিতিশীলতা প্রচারে গ্লোবাল সাউথের প্রভাবশালী ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুই। বৈশ্বিক শান্তি রক্ষায় গ্লোবাল সাউথের গুরুত্বপূর্ণ অবদান তুলে ধরেন তিনি। কূটনীতি ও আন্তসাংস্কৃতিক সম্পর্ক জোরদার করতে ফ্রান্স প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে তিনি বলেন, ‘রাজনৈতিক সংঘাত, সামরিক হুমকি, জলবায়ু পরিবর্তন বা মহামারি যাই হোক না কেন, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিভাজনের ঊর্ধ্বে উঠে আমরা বিশ্বশান্তি ও উন্নয়নকে সবার মাঝে ছড়িয়ে দিতে পারি।’ ফ্রান্সের পররাষ্ট্র নীতি অন্তর্ভুক্তিমূলক, সহযোগিতামূলক দৃষ্টিভঙ্গি লালন করে বলে জানান তিনি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এনএসইউয়ের পলিটিক্যাল সায়েন্স এবং সোসিওলজি বিভাগের সহকারী অধ্যাপক এবং সিপিএসের সমন্বয়কারী আবদুল ওহাব। শান্তি ও কূটনীতির বিভিন্ন দৃষ্টিকোণ তুলে ধরে সেমিনারটি পরিচালনা করেন এনএসইউয়ের পলিটিক্যাল সায়েন্স এবং সোসিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ও অফিস অব এক্সটার্নাল অ্যাফেয়ার্সের পরিচালক সিনথিয়া ম্যাককিনি।

এতে সভাপতিত্ব করেন এনএসইউ উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী। শিক্ষক ও শিক্ষার্থীদের একাডেমিক বিকাশে এ ধরনের সেমিনারের গুরুত্ব উল্লেখ করে তিনি এনএসইউ এবং ফরাসি দূতাবাসের মধ্যে সহযোগিতামূলক প্রচেষ্টাকে স্বাগত জানান। শান্তি প্রতিষ্ঠায় চলমান সংলাপের ভূমিকা উল্লেখ করে অনুষ্ঠানের সমাপনী বক্তব্য রাখেন সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্নেন্সের (এসআইপিজি) পরিচালক অধ্যাপক এস কে তৌফিক এম হক।

সেমিনারে একটি প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্বও অনুষ্ঠিত হয়, যেখানে শান্তি, কূটনীতি এবং আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতার মতো বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

এপিএসের বেতন ১ বছরে বেড়েছে ১৮ বছরের সমান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত